শুক্র-রবি ভিজবে কোন কোন জেলা? কলকাতায় হবে ঝড়-বৃষ্টি? আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতির দুপুরে দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে। দিনের বেলায় ঘনিয়েছে আঁধার। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।…

rain and hail alert in south bengal

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতির দুপুরে দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে। দিনের বেলায় ঘনিয়েছে আঁধার। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্ন স্তর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে৷ যার জেরেই আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও৷ 

আগামিকাল, শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিঙে। টানা বৃষ্টিপাত হবে দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ে৷ শনি ও রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ২২ ফেব্রুয়ারি বজ্রঝড়, শিলাবৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায়৷ সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ 

   

রবিবার, ২৩ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়৷ সঙ্গে ৩০-৪০ কিমি বেগে চলবে হাওয়া৷ 

এদিকে, বৃহস্পতিবার বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে৷ পরশু দিন তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস৷ সেখান থেকে গতকাল তাপমাত্রা নেমে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। একদিনে প্রায় ৪ ডিগ্রি পারদ পতন হয়। শুক্রবার সকালেও বেশ শীত শীত ভাব৷ তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ পাল্লা দিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা৷