শনিতে পঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল, শুরু করবেন ডেভিড?

সপ্তাহ কয়েক আগেই অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এই জয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার…

David Lalhlansanga

সপ্তাহ কয়েক আগেই অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এই জয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সের লড়াইয়ের টিকে থাকার আশা জিইয়ে থাকলেও সেটা বজায় থাকেনি পরবর্তীতে। ঘরের মাঠে আটকে যেতে হয় ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির কাছে। যারফলে অনায়াসেই শেষ হয়ে যায় নক আউটে পৌঁছানোর আশা। এই পরিস্থিতিতে বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করেই আইএসএল শেষ করার সিদ্ধান্ত নেয় অস্কার ব্রুজনের ছেলেরা।

সেই পরিকল্পনা নিয়েই গত রবিবার অ্যাওয়ে ডার্বি খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। গোল করে যান নাওরেম মহেশ সিং থেকে শুরু করে সাউল ক্রেসপো এবং ডেভিড লালহানসাঙ্গার মতো ফুটবলার। নিজের চোট সমস্যা কাটিয়ে গত চেন্নাইয়িন ম্যাচ থেকেই মাঠে ফিরেছিলেন ক্রেসপো। সেখানে খুব একটা ভালো পারফরম্যান্স না করতে পারলেও গত মহামেডান ম্যাচে রাফায়েল মেসি বাউলির পাস থেকে বল ধরে গোল করে আসেন এই স্প্যানিশ ফুটবলার।

   

সেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের। তবে অন্যান্য দিনের মতো সেদিন ও খুব একটা নজর কাড়তে পারেননি গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। গোলের বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ পেলে ও কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং গোটা ম্যাচ জুড়ে দৌড়ে বেড়িয়ে ও গোলের মুখ খুলতে পারেননি এই হাইপ্রোফাইল ফুটবলার। পরবর্তীতে মেসির বিকল্প হিসেবে ভারতীয় ফরোয়ার্ড ডেভিড লালহানসাঙ্গাকে মাঠে নামান অস্কার ব্রুজন‌‌‌। তারপর থেকেই যেন আর ও শক্তিশালী হয়ে ওঠে দলের আক্রমণভাগ। অনায়াসেই বল পেয়ে নিজের প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করে যান ডেভিড ‌।

তাঁর এমন পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিয়েছে বিভিন্ন মহলে। যারফলে পরবর্তী ম্যাচে আদৌও প্রথম একাদশে দিমিত্রিওস ডায়মান্তাকসকে খেলানো হবে কিনা সেই নিয়ে ও দেখা দিয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আগামী ২২শে ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে প্রথম থেকেই মাঠে থাকতে পারেন মনিপুরী এই ফুটবলার।