Daniel Chima: লাস্ট বয় থেকে ফার্স্ট বয়, ইস্টবেঙ্গল ছেড়ে চিমার স্বপ্নের দৌড়

‘আমার প্রতি আস্থা রাখার জন্য কোচকে ধন্যবাদ। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবো।’ ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেওয়ার সময় বলেছিলেন ড্যানিয়েল চিমা (Daniel Chima)।…

Daniel Chima: লাস্ট বয় থেকে ফার্স্ট বয়, ইস্টবেঙ্গল ছেড়ে চিমার স্বপ্নের দৌড়

‘আমার প্রতি আস্থা রাখার জন্য কোচকে ধন্যবাদ। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবো।’ ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেওয়ার সময় বলেছিলেন ড্যানিয়েল চিমা (Daniel Chima)। এরপরের ছবিটা বলে দিচ্ছে পরিসংখ্যান । 

১৮ ম্যাচ খেলে জামশেদপুর ৩৭ পয়েন্ট পেয়েছে। জিতেছে এগারোটা ম্যাচ। পরাজয় এবং অমীমাংসিত যথাক্রমে তিন এবং চারটি করে ম্যাচে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকায় পয়লা নম্বরের রয়েছে ইস্পাত নগরীর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। 

Daniel Chima

চিমাকে নিয়ে সামাজিক মাধ্যমেও এখন প্রচুর পোষ্ট। সম্প্রতি সময়ে কোনো ফুটবলারের হঠাৎ এই উত্থান অনেকেই দেখেননি। ফুটবল প্রেমীদের অনেকেই বিস্মিত। 

Advertisements

জামশেদপুর এফসির হয়ে সাত ম্যাচে পাঁচটি গোল করেছেন ইতিমধ্যে। গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন অবদান । 

এসসি ইস্টবেঙ্গলের হয়ে দশটি ম্যাচে খেলেছিলেন ড্যানিয়েল চিমা। করেছেন মাত্র দুটি গোল। মিস করেছেন বহু। একের পর এক গোল হাতছাড়া করায় লাল হলুদ সমর্থকদের ট্রলার শিকার হয়েছেন তিনি। এসব কিছুর পরেও প্রতিভা চিনতে ভুল করেননি ওয়েন কয়েল।