Kawasaki Ninja 650 বিপুল ছাড়ে কেনার সুযোগ! 45,000 ডিসকাউন্টে ঘরে আনুন বাইক

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভারতে টু হুইলারের দোর্দণ্ডপ্রতাপ সংস্থা কাওয়াসাকি (Kawasaki) তাদের জনপ্রিয় প্রিমিয়াম বাইকে ডিসকাউন্টের ঘোষণা করল। সংস্থা জানিয়েছে, Kawasaki Nina 650 চলতি মাসে লোভনীয় ছাড়ে…

Kawasaki Ninja 650 available with benefits worth Rs 45,000

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভারতে টু হুইলারের দোর্দণ্ডপ্রতাপ সংস্থা কাওয়াসাকি (Kawasaki) তাদের জনপ্রিয় প্রিমিয়াম বাইকে ডিসকাউন্টের ঘোষণা করল। সংস্থা জানিয়েছে, Kawasaki Nina 650 চলতি মাসে লোভনীয় ছাড়ে কেনা যাবে। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে এই অফার বৈধ থাকবে বলে জানানো হয়েছে। ছাড়ের পরিমাণ শুনলে চমকে যাবেন!

Kawasaki Ninja 650-এ ডিসকাউন্ট

Ninja 650 এখন ৪৫,০০০ টাকা ডিসকাউন্ট সহ কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। ফলে বাইকটির বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ৬.৭১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর আসল মূল্য ৭.১৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তাই এই বাইক কেনার এটিই যে সুবর্ণ সুযোগ, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। চলুন মডেলটির বৈশিষ্ট্য ও অন্যান্য খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

   

প্রথমেই জানিয়ে রাখি, ডিসকাউন্ট যোগ হওয়ার কারণে Ninja 650-এর স্পেসিফিকেশনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। একটি ৬৪৯ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিনে ছোটে এটি। যার আউটপুট ৮,০০০ আরপিএম গতিতে ৬৭ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স।

ফিচার্স হিসাবে এতে দেওয়া হয়েছে ব্লুটুথ সমর্থনকারী একটি টিএফটি ডিসপ্লে, ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস। এদিকে স্টক খালি করার জন্যও ডিসকাউন্ট দেওয়া হতে পারে। কারণ এর ২০২৫ মডেলটি শীঘ্রই বাজারে আসছে বলেই অনুমান।

2025 Kawasaki Ninja 650 ক্যান্ডি স্টিল ফারনেস অরেঞ্জ / মেটালিক স্পার্ক ব্ল্যাক / মেটালিক রয়্যাল পারপেল এবং মেটালিক ম্যাট ওল্ড স্কুল গ্রিন / মেটালিক স্পার্ক ব্ল্যাক কালারে হাজির হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি এর KRT Edition লঞ্চ করতে পারে কোম্পানি। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Triumph Daytona 660, যার মূল্য ৯.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)।