বৃষ্টির পূর্বাভাস এর মধ্যেই বঙ্গে কিছুটা চড়লো সবজির দাম

আছে বৃষ্টির পূর্বাভাস, তার সঙ্গেই চলেছে শীতের শেষ ইনিংসের ব্যাটিং। শীতের শেষেই বঙ্গে বাড়ল সবজির দাম। এবারে দেখে নেওয়া যাক আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির…

আছে বৃষ্টির পূর্বাভাস, তার সঙ্গেই চলেছে শীতের শেষ ইনিংসের ব্যাটিং। শীতের শেষেই বঙ্গে বাড়ল সবজির দাম। এবারে দেখে নেওয়া যাক আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির কেমন দাম থাকতে চলেছে। আলু প্রতি কেজি ৩৫-৩৮ টাকা করেই থাকবে যা সামান্য কমেছে। গাজর প্রতি কেজি ৫৫-৬১ টাকা, যা শীতের শেষে সামান্য উর্ধমুখী। ফুলকপি মাথাপিছু ২২ টাকা করে বিকোবে আজ। তুলনায় বাঁধাকপির দাম অনেকটাই কম যা মাথাপিছু ১০ টাকা করে ঘরে আনতে পারেন আজ।

বেগুন প্রতি কেজি ৪৬–৫১ টাকা যা সামান্য বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ প্রতি কেজি ৪২ টাকা করে বিকোবে আজ যা তুলনামূলক ভাবে কিছুটা বৃদ্ধি পেয়েছে। টমেটো প্রতি কেজি ২৮ টাকা করে পাওয়া যাবে আজ বাজারে, যা গতকালের চেয়ে সামান্য বেশি। শসা প্রতি কেজি ৩০ টাকা করেই আছে এখনো দাম বাড়েনি। কুমড়ো প্রতি কেজি ২০ টাকা করে আজ ঘরে আনতে পারেন, তবে নিত্য প্রয়োজনীয় সবজির দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা চিন্তায় থাকবে বঙ্গবাসী।

   

এবার দেখে নেওয়া যাক আরো কিছু সবজির দাম যা বাঙালির পছন্দের তালিকায় আছে। যেমন ক্যাপসিকাম আজ বাজারে পাবেন ৪২ টাকা প্রতি কেজি দরে। উচ্ছের দাম এক ই আছে যা ৩৫ টাকা প্রতি কেজি দরে বিকোচ্ছে বাংলার বাজারে। গরমের মরশুমে যদি লাউ খেতে চান তবে তা পেয়ে যাবেন ৩৩ কেজি দরে যা একরকম সস্তাই বলা যেতে পারে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় আদা, রসুনের দাম বহুদিন ধরেই উর্ধমুখী যা ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। রসুন ২৯৪ টাকা কেজি এবং আদা ৮০টাকা কেজি দরে এখনো বিকোচ্ছে বাজার গুলিতে।

এছাড়া বীটরুট ৪১ টাকা প্রতি কেজি, কাঁচকলা ৮ টাকা এবং কাঁচা লঙ্কা ৪৮ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বঙ্গের বাজারে। সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় সবজিই হোক কিংবা আনুষাঙ্গিক সবজি দাম কিন্তু মতের উপর যথেষ্ট বেশি। সামনেই বৃষ্টির পূর্বাভাস তাহলে কি আরো বাড়তে পারে সবজির দাম। তবে আজ বাজারে কিছুটা বেশি খরচ হলেও হতে পারে বাঙালীর।