KKR অধিনায়কের দৌড়ে এই ক্রিকেটার! চূড়ান্ত ঘোষণা দলের

কলকাতা নাইট রাইডার্সের (KKR) বর্তমান অধিনায়ক (Captain) হিসেবে যে নামটা গুগলে সার্চ করলে উঠে আসত, সেটি হল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে বাস্তবিক অর্থে, বর্তমানে…

KKR Captain in IPL 2025

কলকাতা নাইট রাইডার্সের (KKR) বর্তমান অধিনায়ক (Captain) হিসেবে যে নামটা গুগলে সার্চ করলে উঠে আসত, সেটি হল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে বাস্তবিক অর্থে, বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। গত নভেম্বরে আইপিএল নিলামের (IPL Auction) আগেই তাকে রিটেন করেনি নাইট শিবির। ফলে এখন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের জন্য এক গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়িয়ে গেছে তাদের পরবর্তী অধিনায়ক কে হবে? আসন্ন আইপিএল মরসুমের (IPL 2025) আগেই এই প্রশ্নের উত্তর পেতে পারেন কেকেআর ফ্যানরা, কারণ দলের অধিনায়কত্ব নিয়ে বেশ কিছু আলোচনার সূত্রপাত হয়েছে। মূলত উদ্বোধনী ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিপক্ষে মাঠে নামবে কিং খানের দল। তাই আগামী সপ্তাহের মধ্যে নাইট শিবির নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে।

KKR অধিনায়ক হতে পারেন এমন কিছু প্রধান সম্ভাব্য খেলোয়াড়ের নাম:

১. অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)

   

গত আইপিএল মরসুমে কেকেআর দলকে নেতৃত্ব দিয়ে জয় এনে দেওয়া শ্রেয়স আইয়ারকে যখন দল থেকে বাদ দেয়া হয়, তখন থেকেই কেকেআর ম্যানেজমেন্টের নজর ছিল এক অভিজ্ঞ অধিনায়কের দিকে। সেই অনুসারে, নভেম্বরের নিলামে ভারতীয় অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে দেড় কোটি টাকাতে দলে নেয় কেকেআর। তবে, প্রশ্ন উঠছে তাকে কি অধিনায়ক বানানো হবে? কিছু সূত্র বলছে, অভিজ্ঞতার কারণে রাহানেকে অধিনায়ক হিসেবে ভাবা হতে পারে। তবে কিছু রিপোর্টে বলা হচ্ছে, নিলামের দ্বিতীয় দিন রাহানেকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল KKR, যেখানে অধিনায়ক হিসেবে তাকে ভাবা হলে হয়তো আগে থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারত। এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্চের আগেই এর উত্তর পাওয়া যেতে পারে।

২. ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)

অজিঙ্কা রাহানেকে বাদ দিলে, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে অন্যতম বড় নাম ভেঙ্কটেশ আইয়ার। আইয়ার এমন একজন খেলোয়াড়, যিনি ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই দক্ষ। তার খেলোয়াড়ি মেধা এবং মনোভাবের কারণে আইপিএলের মধ্যে ভেঙ্কটেশ আইয়ারকে নাইট ফ্যানরা ইতিমধ্যে এক ধরনের অধিনায়ক হিসেবেই ভাবতে শুরু করেছেন। যদিও রাহানেকে দলে নেওয়ার পর ভেঙ্কটেশ আইয়ারের অধিনায়ক হওয়ার সম্ভাবনা কিছুটা কমে গিয়েছে, তবে এখনও অনেকেই তাকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে দেখতে চান। যদি কেকেআর ম্যানেজমেন্ট রাহানেকে অধিনায়ক না বানায়, তবে ভেঙ্কটেশ আইয়ারই হতে পারেন পরবর্তী নেতৃত্বের দাবিদার।

৩. সুনীল নারিন (Sunil Narine)

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন ধরে খেলা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনও অন্যতম এক বড় নাম। ২০১২ সাল থেকে KKR-এর সঙ্গে যুক্ত এই খেলোয়াড়ের অধীনে দল যে খুব একটা চমকপ্রদ ফলাফল পাবে না, এমন ধারণা ভুলও হতে পারে। নারিন তার অভিজ্ঞতা এবং কৌশলের মাধ্যমে দলের নেতৃত্বের দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হতে পারেন। যদিও তার অধিনায়কত্বের সম্ভাবনা খুবই সীমিত, তবুও কিছু রিপোর্টে বলা হচ্ছে, তাকে অধিনায়ক হিসেবে ভাবা হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

৪. আন্দ্রে রাসেল (Andre Russell)

কেকেআরের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন আন্দ্রে রাসেল। তার বোলিং এবং ব্যাটিং দক্ষতা দলের জন্য অপরিহার্য। দলের মাঝে এক শক্তিশালী নেতা হিসেবেও তাকে বেশ কয়েকবার দেখা গেছে। রাসেল অত্যন্ত অভিজ্ঞ এবং দলের প্রতি তার দায়বদ্ধতা অসীম। এছাড়া, দলের সিনিয়র খেলোয়াড় হিসেবেও তার অবস্থান গুরুত্বপূর্ণ। সে কারণে তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। যদিও তিনি বিদেশি খেলোয়াড়, তবুও তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং মনোভাব তাকে এক সম্ভাব্য অধিনায়ক হিসেবে তুলে ধরে।

৫. রিঙ্কু সিং (Rinku Singh)

শেষে, কলকাতা নাইট রাইডার্সের তরুণ ফিনিশার রিঙ্কু সিংয়ের নামও আসছে। যদিও তিনি সম্প্রতি চোটে ভুগছেন, তবে তার খেলোয়াড়ি মেধা এবং চাপের মধ্যে খেলার দক্ষতা তাকে কেকেআরের অন্যতম ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার দৃষ্টিকোণ থেকে, সে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং শাহরুখ খানের প্রিয় পাত্রও বটে। যদিও তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম, তবে তার জন্য এটি এক দারুণ সুযোগ হতে পারে।

তবে, কেকেআর ম্যানেজমেন্টের কাছে এখনও এক কঠিন সিদ্ধান্ত রয়ে গিয়েছে পরবর্তী অধিনায়ক কে হবে? অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল অথবা রিঙ্কু সিং—এই পাঁচ জনের মধ্যে যে কেউ হতে পারে পরবর্তী অধিনায়ক। তবে, এই তালিকায় কোনও এক খেলোয়াড়ের হাতে দল তুলে দেয়া হলে সেটা যে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। শীঘ্রই কেকেআর ফ্যানরা জানতে পারবে, কে হবে তাদের নতুন অধিনায়ক।