কলকাতা লিগের ম্যাচ প্রসঙ্গে কী বললেন মহামেডান কর্তা?

বিগত কয়েক মাস ধরেই কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) নিয়ে সরগরম থেকেছে ময়দান। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি শেষ…

A tense and dramatic scene at a football stadium, with Mohammedan SC players

বিগত কয়েক মাস ধরেই কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) নিয়ে সরগরম থেকেছে ময়দান। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলি শেষ হয়ে গেলেও সুপার সিক্স তথা লিগের বিজয়ী নির্ধারক সংক্রান্ত ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে দেখা দেয় যাবতীয় সমস্যা‌। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই ঘরোয়া লিগ শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। আসলে সেই একই সময় অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ থাকায় সিএফএলের ম্যাচ খেলা কঠিন হয়ে উঠেছিল একাধিক ফুটবল ক্লাবের তরফে। এই পরিস্থিতিতে ম্যাচ পিছিয়ে দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না আইএফএ-এর কাছে।

তবে বহু অপেক্ষার পর গত মাসের মাঝামাঝি সময় কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচ গুলির সূচি প্রকাশ করেছিল ফেডারেশন। সেই অনুযায়ী ১৮ই ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে নামার কথা নরহরি শ্রেষ্ঠাদের ডায়মন্ড হারবার এফসির। যেদিকে নজর রয়েছে দুইটি ম্যাচের দিকেই নজর থাকবে বাংলার ফুটবলপ্রেমীদের। তবে গত ১৩ ই ফেব্রুয়ারির ম্যাচে ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামেনি কিবু ভিকুনার ছেলেরা। নির্ধারিত সময় থেকে অতিরিক্ত চল্লিশ মিনিট প্রতিপক্ষের জন্য অপেক্ষা করার পর ম্যাচ পরিতক্ত ঘোষণা করেন ম্যাচ কমিশনারেট।

   

এমন পরিস্থিতিতে আদৌ লিগের এই ম্যাচে ডায়মন্ড হারবার দল নামাবে কিনা সেই নিয়ে ও রয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই লিগ প্রসঙ্গে মুখ খোলেন সাদা-কালো কর্তা মহম্মদ কামারউদ্দিন ববি। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ” লিগটার এখন আর কোনও মানে নেই। আজকে চার পাঁচ মাস হয়ে গেছে কোনও খেলোয়াড় নেই। অধিকাংশ ফুটবলার বিভিন্ন ক্লাবে লোনে চলে গেছে। যা প্রটোকল রয়েছে সেই হিসাবে আমাদের নামতে হবে‌। দল মাঠে নামবে‌। তারপর কি হবে না হবে সেটা দেখা যাবে।”

তবে এতদিন পর ম্যাচ হওয়ায় যথেষ্ট হতাশ মহামেডান কর্তা। এক্ষেত্রে নিয়মের কথা মাথায় রেখেই যে দলকে মাঠে নামানো হবে‌ এই কথা পরিষ্কার করে দিয়েছেন তিনি। পাশাপাশি এই ম্যাচের প্রসঙ্গে প্রতিপক্ষ দল তথা ডায়মন্ড হারবার এফসি তরফে ও যে কোনও কিছু জানানো হয়নি সেটাও জানিয়ে দিয়েছেন মহম্মদ কামারউদ্দিন।