প্রি-বার্থডে সেলিব্রেশেন অনুরাগীদের ভালোবাসায় ভরিয়ে দিলেন ‘মিঠাই রানী’

জন্মদিনের আগে প্রি-বার্থডে সেলিব্রেশনে মজলেন ‘মিঠাই রানী’ (Soumitrisha Kundu)। আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দিতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে তার আগেই এদিন প্রি-বার্থডে…

soumitrisha-kundu-pre-birthday-celebration-fans-love-viral-moment

জন্মদিনের আগে প্রি-বার্থডে সেলিব্রেশনে মজলেন ‘মিঠাই রানী’ (Soumitrisha Kundu)। আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ বছরে পা দিতে চলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে তার আগেই এদিন প্রি-বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এই দিনে কোনও তারকা বা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ দেখা না গেলেও, সৌমিতৃষার ভক্তরা তাকে নিজের মতো করে উপভোগ করতে এসেছিলেন। অনুষ্ঠানটি ঘিরে সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

   

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বৃদ্ধা মহিলা সৌমিতৃষার (Soumitrisha Kundu) ফ্যান মিটে উপস্থিত হন। তাকে দেখে সৌমিতৃষা ভক্তকে জিজ্ঞেস করেন, “কেমন আছ? শরীর কেমন আছে?” উত্তরে উপস্থিত ভক্তরা জানান, “৬ দিন আগে হাসপাতালে ছিলেন। আজ শুধু তোমার জন্য এসেছেন।” এটা শুনে সৌমিতৃষা স্তম্ভিত হয়ে পড়েন। এরপর সেই বৃদ্ধা তার প্রিয় অভিনেত্রীকে একটি ব্রেসলেট উপহার দেন, যা সৌমিতৃষা খুবই উচ্ছ্বসিত হয়ে গ্রহণ করেন। তিনি বৃদ্ধাকে প্রণাম করেন, চুমু খান এবং আদর করেন। পরে, সৌমিতৃষা আরও বলেন, “প্রাণ ভরে আশীর্বাদ করলেই হবে, আর কিছু এনো না কখনও। তোমার কথা আমার মনে আছে, কিন্তু তুমি আসবে ভাবিনি।”

সৌমিতৃষা (Soumitrisha Kundu) তার প্রি-বার্থডে সেলিব্রেশনের একটি কোলাজ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে তিনি বলেন, “এত মেল এবং মেসেজ পেয়েছি, তাই ভাবলাম এই প্ল্যান মিট করি।” এই শুনে তার ভক্তরা একযোগে বলে ওঠেন, “প্রতি বছর এটা চাই।” সৌমিতৃষার প্রতি ভক্তদের এই অগাধ ভালোবাসা আবারও প্রমাণিত হলো।

অনুষ্ঠানে সৌমিতৃষা (Soumitrisha Kundu) বিশেষ একটি রেড ড্রেসে সাজে ছিলেন। অভিনেত্রীর অনুরাগীরা তাকে ফুলের মুকুট পরিয়ে দেন। একজন কৃষ্ণপ্রেমী ভক্ত তাকে একটি বাঁশি উপহার দেন,সৌমিতৃষা খুশি হয়ে গ্রহণ করেন। অনুষ্ঠানে একাধিক কেক আনা হয়েছিল, যা সৌমিতৃষা নিজ হাতে কাটেন এবং ভক্তদের খাওয়ান।