গুডবাই শীত! এবার বঙ্গে ঝেঁপে বৃষ্টির পালা, কতদিন চলবে দুর্যোগ?

কলকাতা: বঙ্গ থেকে এবার বিদায় নিচ্ছে শীত৷ নতুন সপ্তাহেই লোট-কম্পল নিয়ে বাড়ি ফেরার পালা শুরু হয়ে যাবে৷ হাওয়া অফিস বলছে আজ থেকে শুরু হওয়া  নতুন…

কলকাতা: বঙ্গ থেকে এবার বিদায় নিচ্ছে শীত৷ নতুন সপ্তাহেই লোট-কম্পল নিয়ে বাড়ি ফেরার পালা শুরু হয়ে যাবে৷ হাওয়া অফিস বলছে আজ থেকে শুরু হওয়া  নতুন সপ্তাহেই পাকাপাকিভাবে শীতের বিদায় হবে। তবে শেষটা হবে বৃষ্টিকে সঙ্গে নিয়ে। চলতি সপ্তাহেই রাজ্যের আবহাওয়ায় বিশাল বদল দেখা যাবে৷ ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা৷ নতুন করে আর পারদ পতনের কোনও পূর্বাভাস নেই৷ 

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সোমবার থেকেই বেশ গরম ভাব মালুম হচ্ছে৷ বুধবার থেকেই আকাশে দেখা যাবে কালো মেঘ৷ দিনের বেলায় বেশ গরম অনুভূত হবে। একেবারেই উধাও হবে শীত। গরমের চাদর জড়িয়েই বসন্তের আগমনী। তবে বসন্তের শুরুতেই বঙ্গ জুড়ে বৃষ্টির ভ্রুকূটি৷ 

   

বুধবার কলকাতা-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ার কিছু অংশে৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়৷ শুক্রবারও চলবে বৃষ্টির রেশ৷ ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর৷ শনিবার হালকা বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে৷ 

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ বাকি সাত জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বুধ থেকে শনি বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং-এ৷ 

সকল ও রাতের দিকে হালকা শীত থাকছে৷ রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা কিনা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।