সম্মান পুনরুদ্ধারের লড়াইয়ে ক্লেন্টন-সেলিস ছাড়াই ডার্বিতে অস্কার একাদশে কারা?

অঙ্কের জটিল তত্ত্বে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা এতটাই কঠিন বা বায়বীয় যে তার সঙ্গে তুলনা হতে পারে ক্লেন্টন সিলভার…

East Bengal FC targeting Nejmeh SC in AFC Challnege League

অঙ্কের জটিল তত্ত্বে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা এতটাই কঠিন বা বায়বীয় যে তার সঙ্গে তুলনা হতে পারে ক্লেন্টন সিলভার এই মরসুমে ফের লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার মতো। এরই মধ্যে রবিবাসরীয় লড়াইয়ে (ISL) মহামেডানের (Mohammedan SC) বিপক্ষে মাঠে নামছে লাল-হলুদ শিবির (East Bengal FC)। অস্কার (Oscar Bruzon) সেই একাদশেই নেই গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও আক্রমণভাগে দিমিত্রিয়স-মেসি নিয়ে দল সাজিয়েছে, রক্ষণে রয়েছেন আনোয়ার-হেক্টর এবং রাকিপ।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ:

   

মহামেডানের প্রথম একাদশ: