Bangladesh: নতুন দলের তুমুল সমর্থন আসছে, বাংলাদশের আগামী সরকার ছাত্র-ছাত্রীদের?

জমসমর্থন চেয়ে অনলাইন-অফলাইনের নিবন্ধনের জন্য ভিড় বলে দিচ্ছে বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে এবার ছাত্র-়ছাত্রীদের নিয়ন্ত্রিত সংগঠন আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। চলতি ফেব্রুয়ারি মাসেই শিক্ষার্থীদের…

Bangladesh

জমসমর্থন চেয়ে অনলাইন-অফলাইনের নিবন্ধনের জন্য ভিড় বলে দিচ্ছে বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে এবার ছাত্র-়ছাত্রীদের নিয়ন্ত্রিত সংগঠন আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। চলতি ফেব্রুয়ারি মাসেই শিক্ষার্থীদের নিয়ে তৈরি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।

গতবছর (২০২৪) রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশে শেষ হয়েছে শেখ হাসিনার শাসন। এই বিক্ষোভে সরকার বিরোধী প্রধানপক্ষ ছিল বৈষম্যমূলক ছাত্র আন্দোলন মঞ্চ। হাসিনা সরকার পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা শিক্ষার্থীরা। রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, তাদের দল আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা।

   

বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দল যেমন সদ্য ক্ষমতাচ্যুত ও সর্বাধিক সময় ক্ষমতায় থাকা ঐতিহ্যবাহী আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামি, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য সংগঠনগুলির সঙ্গে শিক্ষার্থীদের দল রাজনৈতিক লড়াইয়ে নামবে। তারা একলা লড়াই করবে নাকি জোটে থাকবে সেটি দল আত্মপ্রকাশ করার পর স্থির হবে।

রক্তাক্ত গণবিদ্রোহের পর বাংলাদেশে কোণঠাসা আওয়ামী লীগ। স্বৈরাচারী চিহ্নিত করে তাদের নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। গতবছর ৫ আগস্ট গণবিক্ষোভে শেখ হাসিনার দেশত্যাগ ও ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশে ফের সক্রিয় খালেদা জিয়া নেতৃত্বে চলা পূর্বতন শাসকদল বিএনপি। একইভাবে জামাত ইসলামিসহ বিভিন্ন ইসলামি সংগঠনের জোরদার সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

গণবিদ্রোহের সমর্থক সংবাদপত্র ‘আমার দেশ’ জানাচ্ছে, “গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা, তার ঘোষণা আসছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগেই সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ দলের সদস্য সচিবের দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।”

নাহিদ ইসলাম আরও বলেছেন, ‘যেহেতু দলের ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে, কদিনের মধ্যেই সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবে।’ তিনি বলেন শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। তো আমার মনে হয় না তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে এ মুহূর্তে, বরং জনগণের কাছেই এখন তাদের বেশি প্রয়োজন।

আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করার ব্যাপারে একমত হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব।

চলতি বছরের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণার ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিবিসি জানিয়েছে,  অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সংস্কার প্রশ্নে সনদ তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সূচনা বৈঠকে বিএনপি, গণতন্ত্র মঞ্চ ও জামায়াতে ইসলামীসহ বর্তমানে সক্রিয় সব দল ও জোট নেতাদের এই বৈঠকে নির্বাচনের এর বিষয়ে আলোচনা হবে।

নির্বাচনি ব্যবস্থা, সংবিধান, বিচারবিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার প্রথম দফায় যে ছয়টি কমিশন গঠন করে, তারা তাদের সংস্কারের সুপারিশসহ প্রতিবেদন ইতিমধ্যে জমা দিয়েছে। এই ছয় কমিশনের প্রধানদের নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে।

অভিযোগ, বিগত তিনটি জাতীয় নির্বাচন ছিল গণতন্ত্র ধংস করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্বৈরতন্ত্র কায়েম। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণবিক্ষোভে গণহত্যা চালানোর রিপোর্ট দিয়েছে রাষ্ট্রসংঘ মানবাধিকার সংস্থা। ভারতে আশ্রিত শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আইনের সাহায্য নেওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার।