‘জন্মগত নয়, আইন এনে অনগ্রসর হয়েছেন মোদী’, মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

হায়দরাবাদ: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির বিস্ফোরক মন্তব্যে বিতর্কের ঝড় রাজনৈতিক মহল৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মগতভাবে অনগ্রসর শ্রেণির নন৷ তিনি আইনি ভাবে রূপান্তরিত অগ্রসর…

Earthquake Shakes Capital, Modi Issues Safety Warning

হায়দরাবাদ: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির বিস্ফোরক মন্তব্যে বিতর্কের ঝড় রাজনৈতিক মহল৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মগতভাবে অনগ্রসর শ্রেণির নন৷ তিনি আইনি ভাবে রূপান্তরিত অগ্রসর শ্রেণির। রেড্ডির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য শোভনীয় নয় ৷ রাজ্যের শীর্ষ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির মুখে এহেন মন্তব্য একেবারেই বেমানান৷ 

হায়দরাবাদে কংগ্রেসের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে রেভন্থ বলেন, “প্রধানমন্ত্রী মোদী নিজেকে অনগ্রসর শ্রেণির দাবি করেছেন, কিন্তু তিনি আসলে অনগ্রসর শ্রেণির নন। তিনি আইনি ভাবে অনগ্রসর শ্রেণিতে রূপান্তরিত হয়েছেন। ২০০১ সালে, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তাঁর জাতি ছিল উচ্চ শ্রেণির। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই জাতিকে অনগ্রসর শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। মোদী জন্মগতভাবে অনগ্রসর শ্রেণির ছিলেন না, তাঁর সার্টিফিকেটটি অনগ্রসর শ্রেণির হওয়া উচিত, কিন্তু তার মানসিকতা একেবারেই অনগ্রসর শ্রেণির-বিরোধী।”

   

রেভন্থ রেড্ডির এই মন্তব্যে একহাত নেয় বিজেপি৷ কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিশান রেড্ডি রেভন্থ রেড্ডির বক্তব্যকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দেন এবং চ্যালেঞ্জ করেন, “রেভন্থ রেড্ডি কংগ্রেসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা হারানোর ফলে এমন মন্তব্য করছেন।”

কেন্দ্রীয় মন্ত্রী বন্দী সঞ্জয় কুমারও রেভন্থ রেড্ডির মন্তব্যকে তীব্রভাবে আক্রমণ করেন। তিনি বলেন, “রেভন্থ রেড্ডি প্রধানমন্ত্রী মোদীর জাতি নিয়ে কথা বলছেন, কিন্তু রাহুল গান্ধীর জাতি ও ধর্ম কি তিনি জানেন? কংগ্রেসের পক্ষ থেকে অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি থেকে দৃষ্টি সরাতে এমন মন্তব্য করা হচ্ছে।”

বিজেপি সাংসদ এতেলা রাজেন্দ্র রেভন্থ রেড্ডির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী জাতিবাদ ও ভেদাভেদ ভুলে গিয়েছেন, তিনি এখন ভারতবর্ষের গর্ব। পৃথিবীজুড়ে ভারতকে গৌরবময় স্থান এনে দিয়েছেন। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও তাঁকে সম্মান জানিয়ে চেয়ার দেন।”

এদিকে, গত মাসে, রেভন্থ রেড্ডি প্রধানমন্ত্রী মোদীকে মধ্যযুগীয় তুর্কি আক্রমণকারী মাহমুদ গজনির সঙ্গে তুলনা করেছিলেন, যা বিজেপির পক্ষ থেকে ব্যাপক নিন্দার মুখে পড়েছিল। বিজেপির নেতারা বলেন, “এটি অত্যন্ত অশোভন ও লজ্জাজনক মন্তব্য।”

রেভন্থ রেড্ডির প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে করা মন্তব্য রাজনীতির আঙ্গিনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপি তার বক্তব্যের বিরুদ্ধে সরব হলেও, এই বিতর্ক তেলেঙ্গানার রাজনীতিতে আরও উত্তাপ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রেভন্থ রেড্ডির এমন মন্তব্য তার দলের জন্যও বিপদ ডেকে আনতে পারে।