ইএম বাইপাস লাগোয়া আরুপোতায় বিধ্বংসা আগুন, ভস্মীভূত একাধিক গাড়ি

কলকাতা: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় আগুন লাগে। সেখানে একটি গ্যারাজে আচমকা আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে…

fire breaks out

কলকাতা: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় আগুন লাগে। সেখানে একটি গ্যারাজে আচমকা আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের তিনটি ইঞ্জিন৷ অগ্নিকাণ্ডের জেরে গ্যারাজে থাকা একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা৷  আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছেন স্থানীয়েরাও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ 

তবে যে এলাকায় আগুন লেগেছে তার আশেপাশে জনবসতি থাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ইতিমধ্যেই গ্যারেজের সংলগ্ন বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন কীভাবে ওই গ্যারাজে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

   

স্থানীয়েরা জানিয়েছেন, আচমকা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখেন অনেকে। কাছে গেলে দেখতে পান, গাড়ি জ্বলছে! পর পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

দমকল সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ আরুপোতা থেকে আগুন লাগার খবর আসে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের তিনটি ইঞ্জিন৷ পাইপের মাধ্যমে গ্যারেজের বাইরে থেকেই জল দেওয়া হয়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ তবে এখনও গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে খবর, আরুপোতার ওই গ্যারাজে থাকা অন্তত ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ। এই অগ্নকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ তবে তার পরিমাণ এখনও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।

কিছুদিন আগেই নারকেলডাঙায় আগুন লেগেছিল৷ সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল৷ এরপরেই স্থানীয়রা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। এর পরেই কলকাতা পুরসভার তরফে তাঁকে শো-কজ করা হয়৷