কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনা প্রয়াগরাজে, বাসের সঙ্গে ধাক্কায় দুমড়ে গেল গাড়ি! মৃত অন্তত ১০ পুণ্যার্থী

প্রয়াগরাজ: মহাকুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে যাওয়ার পথে বিপর্যয়৷ বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেল পুণ্যার্থীদের গাড়ি৷ ওই চারচাকার গাড়িটিতে অন্তত ১০ জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনায়…

প্রয়াগরাজ: মহাকুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে যাওয়ার পথে বিপর্যয়৷ বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেল পুণ্যার্থীদের গাড়ি৷ ওই চারচাকার গাড়িটিতে অন্তত ১০ জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর। জখম প্রায় ১৯ জন। 

গতকাল মধ্যরাতে উত্তরপ্রদেশের মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে৷ খবর পেয়েই অকুস্থলে আধিকারিকদের পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ চলছে উদ্ধারকাজ৷ আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলেরো গাড়িতে থাকা পুণ্যার্থীরা ছত্তীশগড়ের কোরবা থেকে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতেও ছিলেন একদল পুণ্যার্থীরা ছিলেন। পুণ্যস্নান সেরে কুম্ভ থেকে  মধ্যপ্রদেশের রাজগড়ের দিকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসযাত্রীরাও৷ তাঁদের রামনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ 

   

শুক্রবার গভীর রাতে মিরজাপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়িটির৷ দুর্ঘটনার পরই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা৷ উদ্ধারকাজে হাত লাগান তাঁরা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তড়িঘড়ি পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা আসেন৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়৷ 

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। আহতরা যাতে যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশও দিয়েছেন তিনি।

এদিকে, মহাকুম্ভে বারবার বিপর্যয় নেমে এসেছে৷ একাধিক বার আগুন লেগেছে৷ গত শুক্রবার আগুন লাগে সেক্টর ১৮ এলাকায় হরিহরা নন্দ ক্যাম্পে। কালো ধোঁয়ায় ঢাকা পড়ে গোটা আকাশ৷ তার আগে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে৷ তাতে মৃত্যু হয় ৩০ জনের৷