আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সঙ্গে। উল্লেখ্য, আইএসএলের প্রথম লেগে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনবদ্য লড়াই করে ও জয় সুনিশ্চিত করতে পারেনি কেরালা দল। একটা সময় পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সময় এগোনোর সাথে সাথেই বদলাতে শুরু করে গোটা পরিস্থিতি। পিছিয়ে থেকে ও জয় ছিনিয়ে নিতে কোনও অসুবিধে হয়নি বাগানের।
সেই ধাক্কা কাটিয়ে এবার বদলার লড়াই কেরালার কাছে। কোচির বুকে সবুজ-মেরুন ব্রিগেডকে পরাজিত করে সমর্থকদের মুখে হাসি ফোটানোই এখন অন্যতম লক্ষ্য আদ্রিয়ান লুনাদের। তাছাড়াও নিজের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফুটবল ম্যাচ। এই ম্যাচে জয় পেলে গতবারের মতো এবার ও লিগ শিল্ড জয়ের থেকে এক পা দূরে থাকবে জোসে মলিনার মোহনবাগান। অর্থাৎ সেক্ষেত্রে বাকি তিনটি ম্যাচের মধ্যে আর একটি ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে শিল্ড। সেদিকেই এখন বাড়তি নজর রয়েছে দলের ফুটবলারদের।
অপরদিকে আইএসএলের প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় সুনিশ্চিত করতে হবে কোয়ামি পেপরাদের। তবে নোয়া সাদাউয়ের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলেই। বলাবাহুল্য, গত ম্যাচে দক্ষিণের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছিল কেরালা ব্লাস্টার্স। এবার সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য থাকবে এই ফুটবল ক্লাবের। তবে ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী থেক্কাথারা পুরুষোথামন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ম্যাচের আগে তিনি বলেন, ” এটি আমাদের দলের জন্য এবং আমাদের মরসুমের সামগ্রিক দিকনির্দেশনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমাদের চ্যালেঞ্জ হল শৃঙ্খলাবদ্ধ থাকা এবং আমাদের সামনে আসা প্রতিপক্ষের বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে সাফল্য পাওয়া। এখানে ফুটবলারদের দক্ষতার পাশাপাশি মনের দিক থেকেও যথেষ্ট শক্তিশালী থাকতে হবে।” পাশাপাশি নোয়া সাদাউয়ের অনুপস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দলের কোনও খেলোয়াড় যদি আহত হয়, তাহলে তা দলের উপর প্রভাব ফেলবে। কিন্তু আমাদের সকল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, এবং আমাদের সবকিছুই কাটিয়ে উঠতে হবে। আমরা সমস্ত বাধা অতিক্রম করার চেষ্টা করব।”