ভ্যালেন্টাইনস ডে-তে দুর্ঘটনার শিকার ঋতাভরী, কী ঘটল?

প্রেমের সপ্তাহের সবচেয়ে বিশেষ দিন ভ্যালেন্টাইনস ডে। সবাই চায় এদিন তাঁদের মনের মানুষের সঙ্গে কাটাতে। কিন্তু এই বছর ভ্যালেন্টাইনস ডে-টি (Valentine’s Day) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari…

ritabhari-chakraborty-injured-valentines-day-date-with-pain-killers

প্রেমের সপ্তাহের সবচেয়ে বিশেষ দিন ভ্যালেন্টাইনস ডে। সবাই চায় এদিন তাঁদের মনের মানুষের সঙ্গে কাটাতে। কিন্তু এই বছর ভ্যালেন্টাইনস ডে-টি (Valentine’s Day) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) জন্য হয়ে উঠেছে দুঃখজনক। বিশেষ এই দিনটি তার জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠল একটি দুর্ঘটনার কারণে।

ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে তার বাড়ির বারান্দার দোলনায় বসে থাকতে। তার বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা, আর তিনি পায়ের দিকে তাকিয়ে আছেন। অভিনেত্রী ক্যাপশেনে লিখেছেন, “আমি এটা প্ল্যান করিনি। এই বছর এমনিও ভ্যালেন্টাইনস ডে রোম্যান্টিক ভাবে কাটত না, কিন্তু ভাবিনি বিষয়টা এতটা কষ্টদায়ক হবে।”

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

তিনি লেখেন, “ব্যাপারটা ভয়াবহ না হলেও বেশ খারাপ। হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। এমনকি আমার আজকের শ্যুটিং ক্যান্সেল করতে হয়েছে কারণ আমায় হাঁটতে নিষেধ করা হয়েছে। অ্যাক্সিডেন্ট ভুলভাল সময়ে আমার সঙ্গে মোলাকাত করতে আসে। আমার আজকে আইস প্যাক আর পেইন কিলারের সঙ্গে ডেট চলছে। টাটা।”

ঋতাভরী (Ritabhari Chakraborty) পায়ে আঘাত পাওয়ার কথা জানিয়েছেন। কিন্তু কীভাবে এই চোট লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এই দুর্ঘটনার পর তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, “তোমার একটার পর একটা লেগেই থাকে সবসময়।” আরেকজন লিখেছেন, “তোমার কী হয়েছে বলো তো? একটার পর একটা লেগেই থাকে।” কিছু অনুরাগী আরও জানতে চেয়েছেন, “কীভাবে পায়ে আঘাত পেয়েছো?”

উল্লেখ্য,টলিউড সূত্রের খবর চলতি বছরের ডিসেম্বরেই চর্চিত প্রেমিক সুমিতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ঋতাভরী। তবে সেটা এ দেশে নয়, তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান হবে খুবই ঘরোয়া আয়োজনে। তবে প্রীতিভোজের জন্য একটি জাঁকজমকপূর্ণ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বাঙালি ও পঞ্জাবি দুটি সংস্কৃতিতেই মেনেই বিয়ের অনুষ্ঠান হবে।