দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের বাতিলের পাশাপাশি রুট পরিবর্তনের সঙ্গেই যাত্রাপথ সংক্ষিপ্তকরণের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
রাঁচি ডিভিশনে চলমান উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল, পরিবর্তিত রুট ও সংক্ষিপ্ত যাত্রাপথ ঘোষণা করেছে রেল বিভাগ। যাত্রীদের ভ্রমণের পূর্বে এই পরিবর্তনগুলোর বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।
যে ট্রেনগুলি বাতিল থাকবে
রেল সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল – আদ্রা-বরকাকানা-আদ্রা মেমু (৬৮০৪১/৬৮০৪২) ও টাটানগর-বরকাকানা-প্যাসেঞ্জার (৫৮০২৩/৫৮০২৪) বাতিল থাকবে ১৫ ফেব্রুয়ারি ২০২৫-এ। হাতিয়া-রাউরকেলা প্যাসেঞ্জার (৫৮৬৫৯) ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ও রাউরকেলা-হাতিয়া প্যাসেঞ্জার (৫৮৬৬০) ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে। আবার হাতিয়া-ঝাড়সুগুড়া-হাতিয়া এক্সপ্রেস (১৮১৭৫/১৮১৭৬) ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে না।
যে ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে
উন্নয়ন কাজের কারণে রাঁচি-চোপন এক্সপ্রেস (১৮৬১৩), যার যাত্রা ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হবে, সেটি পরিবর্তিত রুট অর্থাৎ রাঁচি-তাতিসিলওয়াই-মেসরা-বড়কাকানা-তোড়ি হয়ে চলবে। এছাড়া, জম্মু তাওয়াই-সম্বলপুর এক্সপ্রেস (১৮৩১০), যার যাত্রা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সেটি তোড়ি-বড়কাকানা-মেসরা-তাতিসিলওয়াই-রাঁচি রুটে চলবে।
#ser #IndianRailways pic.twitter.com/h8ttV91XqS
— South Eastern Railway (@serailwaykol) February 14, 2025
সংক্ষিপ্ত যাত্রাপথ ও যাত্রার পরিবর্তন
রেল কর্তৃপক্ষ (Indian Railway) ১৮১০৬ জয়নগর-রাউরকেলা এক্সপ্রেসের (২৩ ফেব্রুয়ারি ২০২৫-এর যাত্রা) গন্তব্য হ্রাস করে সেটিকে হাতিয়া পর্যন্ত সীমিত করেছে। ১৮১০৫ রাউরকেলা-জয়নগর এক্সপ্রেস (২৫ ফেব্রুয়ারি ২০২৫-এর যাত্রা) হাতিয়া থেকে চালু করা হবে।
যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যাত্রার পূর্বে রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য। এই সাময়িক পরিবর্তনের জন্য রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।