কলকাতা: ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত৷ শীতের বিদায়বেলায় এল বৃষ্টির পূর্বাভাস৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে মিলেছে পারদ পতনের ইঙ্গিত৷ ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ তবে এই পারদ পতন বেশি দিনের জন্য নয়৷ ফের বাড়বে তাপমাত্রা৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রায় ৩-৪ ডিগ্রি পারদ পতন হবে। ১৭ ফেব্রুয়ারি থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। আগামী দু’দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে উত্তরেও সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে৷
দক্ষিণবঙ্গে এখন ফিকে শীতের আমেজ৷ পুরুলিয়ায় হালকা শীত রয়েছে৷ তবে দিনে সেখানেই বেশ গরম ভাব৷ আর কয়েকদিনের মধ্যে সামান্য আমেজটুকুও বিদায় নেবে৷ এদিকে, বেশ কিছু জেলায় দেখা যাবে ঘন কুয়াশা৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে৷ দৃশ্যমানতা কম থাকবে৷
চলতি সপ্তাহে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আগামী দু-দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে, আগামী ১৯ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের কোনও কোনও অংশে৷ তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷
রাতে এখন আর মোটা কম্বলের প্রয়োজন পড়ছে না৷ হালকা চাদরেই কাজ চলে যাচ্ছে৷ তবে কয়েকদিন পর সেটারও প্রয়োজন হবে না৷ বরং ঘুরতে শুরু করবে পাখা৷ গরম আসতে যে আর বেশি দেরি নেই, সে কথা স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷