Amitabh Bachchan: হার্টবিট বেড়ে গিয়েছে বিগ-বি! অজানা ভয়ে কাঁপচ্ছে অনুরাগীরা

একের পর এক শোক বার্তায় ভেঙে রয়েছে মানুষের মন। এমন সময় বিগ বি-এর (Amitabh Bachchan) এক ট্যুইট চোখের ঘুম কেড়ে নিল দেশবাসীর। রাত দশটা চোদ্দতে…

Amitabh Bachchan

একের পর এক শোক বার্তায় ভেঙে রয়েছে মানুষের মন। এমন সময় বিগ বি-এর (Amitabh Bachchan) এক ট্যুইট চোখের ঘুম কেড়ে নিল দেশবাসীর। রাত দশটা চোদ্দতে , ‘হৃদস্পন্দন বেড়ে গিয়েছে’ বলে একখানি ট্যুইট করেন শাহেনশা। তারপর গোটা রাত্রি স্পিক টু নট। এদিকে একের পর এক প্রশ্ন ছুটে আসে। কি হয়েছে বলিউডের শাহেনশার? উত্তর না মেলায় ভয় পেয়ে যান অনুরাগীরা।

Advertisements

তবে সকাল হতেই মিস্ট্রি ওপেন হয়েছে। আসলে তিনিও ফুটবল জ্বরে আত্রান্ত! রবিবার রাতের ফাইনালে চেলসি কেমন খেলবে? এই নিয়ে চিন্তিত ছিলেন। একই সঙ্গে উদ্বিগ্ন ছিলেন ইউক্রেন-রাশিয়া সংকট নিয়েও। তারই প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কারণ, অমিতাভ তাঁর যাবতীয় অনুভূতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। কখনও সরাসরি। কখনও মজার ছলে।

Advertisements
   

আগামী দিনে অমিতাভকে দেখা যাবে ‘ঝুন্দ’ ছবিতে। ৪ মার্চ মুক্তি পাবে ছবিটি। এছাড়াও, তাঁর ঝুলিতে রয়েছে ‘উঁচাই’-এ। ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া, অনুপম খের, বোমান ইরানি এবং নীনা গুপ্তা। তালিকায় ‘ব্রহ্মাস্ত্র’, ‘রানওয়ে ৩৪’, ‘গুড বাই’, ‘প্রজেক্ট কে’ এবং ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি ভাষান্তরও রয়েছে।