অজয় দেবগণ ও ঐশ্বর্য্য রাই অভিনীত ছবি রেইন কোর্ট। এক কথায় বলতে গেলে এই ছবি ঝড় তুলেছিল সিনে দুনিয়ায়। তবে এবার অজয় নয়, কাজলের হাতে রেইন কোর্ট। না, কোনও ছবির কথা হচ্ছে না এবার। সত্যিই রেইন কোর্ট নিয়ে হাজির এবার কাজল। বর্তমানে যা পরিস্থিতি তাতে কর্পোরেশনের কর্মীদের দিন রাত্রী খেটে কাজ করতে হচ্ছে।
বর্ষার বৃষ্টি হোক, বা হাড় কাঁপুনি শীত, এক কথায় বলতে গেলে যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে এখন সমাজ তাতে সবসময় তৎপর থাকতে হচ্ছে সকলকে। রাস্তায় নেমে কর্মীদের কাজে নেই বিরাম-বিশ্রাম। তাই এবার ১০০ কর্মীর হাতে কাজল তুলে দিলেন রেইন কোর্ট।
মুম্বইয়ের বিএমসি কর্মীদের পাশে কাজল। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই তা সকলের নজরে আসে। ঝড়ের বেগে ভাইরাল হয় সংবাদ। গত দেড় বছরে তারকাদের নানা ভাবে সাধারণ মানুষ তথা সরকারের পাশে দাঁড়িয়েছে। কোথাও অর্থ সাহায্য, কেউ আবার নিজে মাঠে নেমে সাহায্য করেছে করোনা পরিস্থিতি। অজয় দেবগণও করোনা পরিস্থিতি সামাল দিতে অর্থ সাহায্য করেছিলেন, যা দিয়ে তৈরি করা হয়েছিল কোভিড হাসপাতালও।