Md.Yunus: ভয়াল আয়নাঘর! অপহরণ করিয়ে জঙ্গি বানাতেন শেখ হাসিনা: মুহাম্মদ ইউনূস

শেখ হাসিনা তার শাসনে বাংলাদেশে (Bangladesh) টর্চার সেল ‘আয়নাঘর’ বানিয়েছিলেন বলে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন অভিযোগ। গতবছর গণবিক্ষোভে (Sheikh Hasina) হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি যখন ক্ষমতাসীন…

bd govt enforces zero tolerance on communal attacks

শেখ হাসিনা তার শাসনে বাংলাদেশে (Bangladesh) টর্চার সেল ‘আয়নাঘর’ বানিয়েছিলেন বলে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন অভিযোগ। গতবছর গণবিক্ষোভে (Sheikh Hasina) হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি যখন ক্ষমতাসীন তখনই ‘রাষ্ট্রীয় সন্ত্রাস ও গুম খুন’ অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সরব ছিল। হাসিনার পতনের পর একাধিক ব্যক্তি টর্চার সেল থেকে মুক্তি পান। তাদেরই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান (Md.Yunus) মুহাম্মদ ইউনূস।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন নোবেলজয়ী  ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে।

   

অভিযোগ তদন্তের নামে অপহণ করে বন্দি করে রাখা হতো আয়নাঘর নামে বন্দিশালায়। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন একাধিক আয়নাঘর আছে।

ঢাকার একটি আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগত, আমাদের সমাজ। যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কীভাবে এখানে নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন,বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো। বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম।তিনি বলেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর সংখ্যা আমার জানামতে প্রায় ১৭৫০টি। অজানা কত সেটাতো আর জানি না। কেউ কেউ বলছেন এটা তিন হাজারেরও বেশি হতে পারে।

মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় ছিলেন, সরকারের একাধিক উপদেষ্টা,  প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা।

Sheikh Hasina used to kidnap and turn people into terrorists in the name of investigation, says Muhammad Yunus, chief advisor to Bangladesh’s interim government.