মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh 2025) -এ প্রয়াগরাজে লক্ষ-কোটি মানুষের সমাগম হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটি ও পর্যটকরা গঙ্গায় পুণ্যস্নান করতে আসছেন। এমন বিশাল তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে একাধিক সমালোচনা উঠে আসছে মহাকুম্ভমেলাকে ঘিরে ।
সেই রকমই একটি ব্যঙ্গাত্মক পোস্টে রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) লেখেন, “ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার আশেপাশের প্রায় সবাই মহাকুম্ভে ডুব দিয়ে দিলে তাঁদের তো সবারই মোক্ষলাভ হয়ে যাবে। ভূত হয়ে একা একা বাঁচবো কী করে? মগডালে পা ঝুলিয়ে – আড্ডা হবে না?” এই পোস্টের মাধ্যমে তিনি তীর্থযাত্রীদের ভিড় এবং চলতি হুজুগকে লক্ষ্য করে কিছুটা মজা করেন।
View this post on Instagram
এছাড়াও এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা (Sudipa Chatterjee) আরও বলেন, “সবটাই এখন হুজুগ। অন্যরা করছে বলে আমাকেও করতে হবে। নইলে যেন জীবন বৃথা। ছোট থেকে কখনও প্রয়াগরাজের কথা শুনিনি। শুনেছি গঙ্গাসাগরের কথা। যাঁরা এখন কুম্ভে যাচ্ছেন তাঁরা গঙ্গাসাগর যান না কেন? ওখানে অত দেখনদারি, জৌলুস নেই বলে?”
তিনি আরো বলেন, “কুম্ভে নৌকো ভাড়া করে ফাঁকা গঙ্গা ছবি তুলে এটা বোঝাতে ব্যস্ত সবাই যে আমি গুরুত্বপূর্ণ নাগরিক। ভিআইপি পাস নিয়ে ক্ষমতার প্রদর্শন করে বোঝাতে চাইছেন যে হেমা মালিনী আর তাঁদের মধ্যে কোনও ফারাক নেই।”