বিশ্বখ্যাত পপ গায়ক এড শিরান (Ed Sheeran) বর্তমানে ভারত সফরে আছেন। তিনি “+–=÷×” কনসার্ট (গণিত সফর) করছেন। ভারতের বিভিন্ন শহরে কনসার্ট প্রদর্শন শেষে এড শিরান। এরই মাঝে ক্রিকেট মাঠে নেমে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন এড শিরান । সোমবার তিনি ব্রিজেশ প্যাটেল ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)আইপিএল শিবিরের সদস্যদের সঙ্গে ব্যাট-বলের দ্বৈরথে অংশ নেন। রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শিরানের এই ক্রিকেট খেলায় অংশ নেওয়ার ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সদস্যদের মধ্যে রিয়ান পরাগ, তুষার দেশপাণ্ডে ও অন্যান্য ক্রিকেট তারকারা ব্রিজেশ প্যাটেল অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন। তখন শিরান (Ed Sheeran) মাঠে এসে তাদের সঙ্গে ক্রিকেট খেলেন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা, যারা সাধারণত শিরানকে গিটার হাতে মঞ্চ মাতাতে দেখে থাকেন। তবে এই প্রথম তাঁকে ব্যাট হাতে মাঠে দেখে সবাই প্রশংসায় ভরিয়ে দেন।
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরফে শিরানকে বিশেষ উপহার দেওয়া হয়। শেন ওয়ার্নের (Shane Warne) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ পপ তারকাকে প্রয়াত অজি কিংবদন্তির ২৩ নম্বর জার্সি উপহার দেওয়া হয়। উল্লেখযোগ্য , শেন ওয়ার্নের অধিনায়কত্বেই ২০০৮ সালে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এই জার্সি শিরানের কাছে একটি বিশেষ স্মৃতি হিসেবে স্থান পায়।
Won the toss and asked @edsheeran to bat first! 💗 pic.twitter.com/k9TFcU6dev
— Rajasthan Royals (@rajasthanroyals) February 11, 2025
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই বিশেষ মুহূর্তের পাশাপাশি শিরান (Ed Sheeran) তাঁর নিজস্ব ফুটবল ক্লাব ইপসিচ টাউনের জার্সিও উপহার দেন। দীর্ঘদিন ধরে ইপসিচ টাউনের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এড শিরান। ২০২১ সাল থেকে এই ক্লাবের স্পনসর হিসেবেও কাজ করছেন।
এড শিরান (Ed Sheeran) ভারতে আসার পর পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু হয়ে শিলংয়ে শো করছেন। তার সফরের শুরুতেই, বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান গেয়ে পুলিশি বিপাকে পড়েছিলেন তিনি। পুলিশি অনুমতি থাকলেও, নিরাপত্তার কারণ দেখিয়ে তার স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় বেঙ্গালুরু পুলিশ। তবে এই ঘটনা দেশের বিভিন্ন জায়গায় চর্চার বিষয় হয়ে ওঠে। এরপর তিনি কলকাতা থেকে শিলং যাওয়ার পথে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জে বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাদের বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে এড শিরান (Ed Sheeran) আনন্দের সঙ্গে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে স্কুটারে চড় ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওটি মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।