অবস্থার উন্নতি হওয়ার লক্ষণ আপাতত নেই। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। বিশ্বকাপ থেকে বাতিল করে দেওয়া হল রাশিয়ার ফুটবল টিম। রাশিয়ার (Russia) বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উয়েফাও।
সোমবার জানা গিয়েছিল ফিফার পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ার ওপর। জাতীয় সঙ্গীত এবং পতাকা ব্যবহার করতে পারবে না ভ্লাদিমির পুতিনের দেশ। বিশ্বকাপ থেকে তাদের বাতিল করে দেওয়া হবে কি না সে ব্যাপারে ছিল গুঞ্জন। তখনও বিশ্বকাপ থেকে ব্যান করা হয়নি রাশিয়াকে। ফিফার তরফে জানানো হয়েছিল, আলোচনা চলছে। নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর।
সিদ্ধান্ত রাশিয়ার মনঃপুত হওয়ার কথা নয়। কারণ আসন্ন কাতার বিশ্বকাপে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচে পোলান্ডের সঙ্গে রাশিয়ার খেলার কথা ছিল আগামী মাসে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা রাশিয়াকে নির্বাসিত করায় সেই ম্যাচ বাতিল হয়ে গেল।
উয়েফার তরফেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ফুটবলেও খেলতে দেওয়া হবে না রাশিয়ান কোনো দলকে। রাশিয়ার মহিলা ফুটবল দলও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে পারবে না।
ফিফা এবং উয়েফা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেনের পাশে রয়েছে ফুটবল বিশ্ব। আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ। রাশিয়ার জাতীয় দল কিংবা ক্লাব টিম অংশ নিতে পারবে না বিশ্বকাপ এবং উয়েফার প্রতিযোগিতায়। আগামী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত রাশিয়াকে নির্বাসন করা হল।’