একুশে বইমেলায় তসলিমার বই প্রকাশকের স্টলে ‘হামলা’ কট্টরপন্থীদের! কড়া বিবৃতি ইউনূসের

ঢাকা:  মহম্মদ ইউনূস জমানায় বাংলাদেশে শিল্পী-সাহিত্যিকদের উপর কুঠারাঘাত নেমে এসেছে অনেক আগেই। এবার তাদের হামলার ঘটনা ঘটল৷ যা কলঙ্কিত করল বিখ্যাত ‘অমর একুশে’ বইমেলাকে! একটি স্টলে…

muhammad yunus condemns incident of amar ekushe book fair

ঢাকা:  মহম্মদ ইউনূস জমানায় বাংলাদেশে শিল্পী-সাহিত্যিকদের উপর কুঠারাঘাত নেমে এসেছে অনেক আগেই। এবার তাদের হামলার ঘটনা ঘটল৷ যা কলঙ্কিত করল বিখ্যাত ‘অমর একুশে’ বইমেলাকে!

একটি স্টলে ‘বিতর্কিত’ সাহিত্যিক তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে সরগরম হয়ে ওঠে ঢাকার বইমেলা। ওই স্টলে রীতিমতো হামলা চালায় একদল ‘বিদ্রোহী ছাত্র’। ওই বইগুলি স্টল থেকে সরানোর ফতোয়া জারি করে তাঁরা৷ কিন্তু প্রকাশক তাদের কথা না-মানায় ওই স্টলে ভাঙচুর করা হয়। সেই ঘটনার ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে তীব্র নিন্দা করেছেন তসলিমা৷ ইউনূস সরকারকেও তুলোধোনা করেছেন তিনি৷ 

   

এদিকে, তসলিমার বই প্রকাশ করায় বাংলাদেশের অমর একুশে বইমেলায় হামলার ঘটনায় নিন্দা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশক সংস্থা ‘সব্যসাচী’র স্টলে হামলার ঘটনার নিন্দা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জানান, এই হামলা চালিয়ে বাংলাদেশি নাগরিকদের অধিকার এবং সে দেশের আইনকে অসম্মান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।”! 

প্রধান উপদেষ্টা আরও জানান, পুলিশ এবং বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত করে দোষীদের যথাযথ বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা এড়াতে বইমেলার নিরাপত্তা আরও জোরদার করারও নির্দেশও দেওয়া হয়েছে ইউনূস প্রশাসনের তরফে।

 

হাসিনা জমানায় ইতি পড়ার পর এটিই সে দেশে প্রথম অমর একুশে বইমেলা৷ যা সে দেশে সবচেয়ে বড় বই মেলা৷ তবে এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে ইউনূস সরকার৷ বইমেলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের সামনে একটি ডাস্টবিন বসানো হয়। তাতে লাগানো হয়েছে হাসিনার মুখ৷ নাম দেওয়া হয়েছে ‘হাসিনাবিন’ বইমেলা পরিদর্শনে গিয়ে সেই ডাস্টবিনের সঙ্গে আবার ছবি তোলেন ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে৷ এমন নির্লজ্জ প্রতিবাদ কোনও সুরুশীল সমাজের কাজ হতে পারে না বলে গর্জে উঠেছে সংস্কৃতি মহলের বৃহত্তর অংশ। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক অমর একুশে বইমেলা ঘিরে।