শেষ কিছু মাস ধরেই কলকাতা ফুটবল লিগের সমাপ্তি নিয়ে সরগরম থেকেছে ময়দান। পয়েন্টের নিরিখে দেখলে অন্যান্য দলগুলি তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেইসাথে এবারের এই ফুটবল লিগে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। সেজন্য, প্রিমিয়ার ডিভিশন লিগ জয়ের অন্যতম দাবীদার হিসেবে সর্বাধিক বিবেচিত হয়ে আসছে বিনো জর্জের ছেলেরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের শেষের দিকে এই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ম্যাচ আয়োজন ঘিরে দেখা দিয়েছিল বহু জটিলতা।
বিশেষ করে প্রতিপক্ষের দল গুলির অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ থাকায় সিএফএলের ম্যাচ গুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএফএ। হিসাব অনুযায়ী কলকাতা ময়দানের এই প্রধান খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও তাঁদের সাথেই
চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে ডায়মন্ড হারবার এফসি। তাঁদের সঙ্গে লাল-হলুদ ব্রিগেডের পয়েন্টের ফারাক থাকলেও আগামী ম্যাচে ময়দানের এই প্রধানকে আটকাতে পারলে একেবারেই বদলে যাবে পরিস্থিতি। যারফলে এখনও জমজমাট এই ফুটবল লিগ। কিন্তু মরসুম যত এগিয়েছে অন্যান্য টুর্নামেন্টে গুলির জন্য এই টুর্নামেন্ট খেলা সম্ভব ছিল না ডায়মন্ড হারবার এফসির মতো দল গুলির। পাশাপাশি বঙ্গীয় ফুটবলের খেলানোর নিয়ম তৈরি হয়েছিল ব্যাপক জল্পনা।
সেই নিয়েই বিগত কয়েক মাস ধরে সরগরম ছিল কলকাতা ময়দান। পরবর্তীতে ময়দানের তিন প্রধানের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তাদের ডেকে পাঠিয়ে বৈঠকে বসে আইএফএ। কিন্তু সমাধান সূত্র মেলা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠেছিল সকলের কাছেই। অবশেষে গত মাসের মাঝামাঝি সময় প্রিমিয়ার ডিভিশন লিগের বাকি ম্যাচ গুলির সূচী ঘোষণা করে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। সেই অনুযায়ী আগামী ১৩ই ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ নৈহাটির বঙ্গিমাঞ্চল স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে খেলতে নামার কথা ছিল বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গলের।
তবে এবার বদলে গিয়েছে পরিস্থিতি। গত সোমবার বিকেলেই উঠে আসে নয়া তথ্য। সেই অনুযায়ী আগামী ১৩ই ফেব্রুয়ারি দুপুরে নৈহাটির বঙ্গিমাঞ্চল স্টেডিয়ামের পরিবর্তে কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে জয় পেলেই খেতাব নিশ্চিত করে ফেলবে মশাল ব্রিগেড। অন্যদিকে, সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে ডায়মন্ড হারবারের।