শেষ ওভারে ছক্কা হাকাচ্ছে শীত! তবে এই সুখ বেশি দিনের নয়, কবে থেকে হাওয়া বদল?

কলকাতা: যাওয়ার পথে খেল দেখাচ্ছে শীত৷ শেষ ওভারে চলছে ধুন্ধুমার ব্যাটিং। তবে, এই দাপট বেশি দিনের নয়৷ চলতি সপ্তাহেই লোটা কম্পল গোটাতে শুরু করবে শীত৷…

winter in West Bengal

কলকাতা: যাওয়ার পথে খেল দেখাচ্ছে শীত৷ শেষ ওভারে চলছে ধুন্ধুমার ব্যাটিং। তবে, এই দাপট বেশি দিনের নয়৷ চলতি সপ্তাহেই লোটা কম্পল গোটাতে শুরু করবে শীত৷ আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে উধাও হবে শীত৷

উত্তর-পশ্চিম ভারতেও শীতের আমেজ

উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে নীচেই রয়েছে। ঠান্ডা হাওয়া বইছে। তবে উত্তর-পশ্চিম ভারতেও এবার তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। তার জেরে বঙ্গেও পারদ চড়বে। গত দু’দিনে বঙ্গে বেশ ভালোই শীতের আমেজ অনুভূত হয়েছে। তবে, কনকনে শীত ফেরেনি৷ রবিবারের পরে সোমবারও ঠান্ডার রেশ থাকবে৷ তবে আগামীকাল থেকেই একটু একটু করে পারদ উঠতে শুরু করবে৷ 

   

মঙ্গলবার থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর পর আবারও হয়তো কিছুটা পারদ পতন হবে৷ কিন্তু তা একেবারেই ‘মাঘের শীত বাঘের গায়ে’ লাগার মতো কখনই হবে না। তবে উত্তরবঙ্গে আরও কয়েকদিন শীতের দাপট থাকবে। তারপরই আস্তে আস্তে ঢুকে পড়বে বসন্ত।

উত্তর ও দক্ষিণ হালকা কুয়াশা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে৷ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। পাহাড়ে হতে পারে হালকা বৃষ্টিও৷ সিকিম, উত্তরবঙ্গ ও ওড়িশায় ঘন কুয়াশা দেখা যাবে৷ দেওয়া হয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস৷ 

সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। তবে আগামী কয়েকদিনে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে উষ্ণতা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷