নতুন বছরের শুরুটা খুব একটা ভালো হয়নি ওডিশা এফসির (Odisha FC)। পরাজিত হতে হয়েছিল এফসি গোয়ার কাছে। সেই ধাক্কা ভুলে পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। তারপর ও আটকে যেতে হয় টানা দুইটি ম্যাচ। সেখান থেকে বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় তুলে নিলেও বজায় থাকেনি সেই ধারা। হোম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর ফের হোঁচট খেতে হয় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া শিবিরের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এই ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফেরাই এখন অন্যতম লক্ষ্য সকলের।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সোমবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পঞ্জাব এফসির সঙ্গে। কলিঙ্গের বুকে এই ম্যাচে জয় সুনিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য দিয়াগো মাউরিসিওদের। তবে এক্ষেত্রে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রেখেছিল দলের স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার (Sergio Lobera) কার্ড সমস্যা। যারফলে আগত পঞ্জাব ম্যাচে তাঁর ডাগ আউটে থাকা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে এবার বদলে গিয়েছে পরিস্থিতি।
ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই সম্পর্কিত একটি পোস্ট করে ওডিশা ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী পুনরায় খতিয়ে দেখা হয়েছে এই বিষয়টি। যারফলে আগামী ১০ই ফেব্রুয়ারি কলিঙ্গ স্টেডিয়ামে পঞ্জাব এফসি ম্যাচে সাইড লাইনে থাকতে কোনও রকমের বাঁধা থাকল না আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচের। যা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। হিসাব অনুযায়ী দেখলে বর্তমানে ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে ওডিশা এফসি।
সুপার সিক্সের দৌড়ে নিজেদের আরও মজবুত করতে হলে আসন্ন এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে হবে হুগো বুমোসদের। অর্থাৎ ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট সুনিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য সকলের।