নিজামের শহরের পরাজিত মহামেডান স্পোর্টিং ক্লাব

গত ম্যাচের হতাশা ভুলে শনিবার আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসির (Hyderabad…

Hyderabad FC Defeats Mohammedan SC

গত ম্যাচের হতাশা ভুলে শনিবার আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের হায়দরাবাদ এফসির (Hyderabad FC) সঙ্গে। পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় অ্যালেক্স সাজিদের হায়দরাবাদ ফুটবল দল। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে অ্যালেন ডিসুজা মিরান্ডা, রামহলুঞ্জুঙ্গা এবং জোসেফ সানি। অন্যদিকে সাদা-কালো ব্রিগেডের হয়ে একটিমাত্র গোল করেন মাকান চোটে। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের বারো নম্বরেই থাকল হায়দরাবাদ এফসি।

বলাবাহুল্য, এদিন হোম ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল অ্যালেন পাওলিস্তাদের। প্রথম তিন মিনিটের মধ্যেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন হায়দরাবাদ এফসির এই বিদেশি ফুটবলার।‌ কিন্তু কাজের কাজ করা সম্ভব তাঁর পক্ষে। এরপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ করতে শুরু করে মহামেডান। অ্যালেক্সিস গোমেজের বাড়ানো পাস কাজে লাগিয়ে গোলের মুখ খোলার চেষ্টা করলেও সফল হননি ফ্রাঙ্কা। তারপর মহামেডান স্পোর্টিং ক্লাবের নয়া বিদেশি ফুটবলার মার্ক আন্দ্রে শমারবোক আক্রমণে উঠে আসলেও অনায়াসেই পরিস্থিতির সামাল দেন হায়দরাবাদ গোলরক্ষক আর্শদীপ সিং। যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

   

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শেষেই অ্যালেন ডিসুজা। সাদা-কালো রক্ষণভাগ ঢুকে অনায়াসেই গোলমুখে শট নেন এই বিদেশি ফুটবলার। তা হাতের উপর দিয়ে চলে যায় ভাস্কর রায়ের। সেখান থেকেই আসে প্রথম গোল। যদিও প্রথম গোলের পরেই একটি অনবদ্য সেভ করেন মহামেডানের এই গোলরক্ষক। নাহলে অনায়াসেই দ্বিতীয় গোল তুলে নিতে পারত হায়দরাবাদ এফসি। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে রামহলুঞ্চুঙ্গার গোল। যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যদিও দ্বিতীয়ার্ধ থেকেই চাপ বাড়াতে শুরু করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। কিন্তু কিছুতেই সেটা ফিনিশ করা সম্ভব হচ্ছিল না ফুটবলারদের পক্ষে।

তারপর ষষ্ঠ কোয়ার্টারে মাকানের গোল। অনায়াসেই ব্যবধান কমায় সাদা-কালো শিবির। যারফলে স্বাভাবিকভাবেই ম্যাচে ফিরে আসার তাগিদ দেখা গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের মধ্যে। কিন্তু অতিরিক্ত সময়ের মধ্যেই ফের গোল হজম করে ময়দানের এই প্রধান। তারপর লড়াই করে ও আর ম্যাচে ফিরতে পারেনি মেহরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা।