‘প্রতি দিনই ভ্যালেন্টাইন’স ডে’ প্রেমের সপ্তাহে ভালোবাসায় মজেছেন মধুমিতা!

চলছে ভালোবাসার মাস। দিন কয়েক পেরোলেই ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ক্যালেন্ডারের পাতায় একের পর এক আসছে বিশেষ দিন। তবে মধুমিতা ও তার প্রেমিক দেবমাল্যর…

madhumita-sarkar-valentines-day-plan-with-boyfriend-debmalya

চলছে ভালোবাসার মাস। দিন কয়েক পেরোলেই ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। ক্যালেন্ডারের পাতায় একের পর এক আসছে বিশেষ দিন। তবে মধুমিতা ও তার প্রেমিক দেবমাল্যর কাছে ভালোবাসার দিনটাই একান্ত। ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day) তো কেবল একটি দিনই। কিন্তু মধুমিতা (Madhumita Sarkar) জানিয়েছেন তাদের কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইন’স ডে!

সম্প্রতি মধুমিতা (Madhumita Sarkar) এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা যখনই একে অপরের সঙ্গে সময় কাটাই, দেবমাল্য আমায় সারপ্রাইজ দেয়। তাই আলাদা করে আর ভ্যালেন্টাইন’স ডে পালন করার প্রয়োজন পড়েনা। আমাদের কাছে প্রতি দিনই ভালোবাসার দিন। তবে ১৪ ফেব্রুয়ারি হয়তো ডিনারে যেতে পারি, আর তেমন বিশেষ কোনও প্ল্যান নেই।’

   

২০২৪ সালে মধুমিতা (Madhumita Sarkar) ও দেবমাল্য (Debmalya) একে অপরকে ভালোবাসায় প্রতিশ্রুতিবদ্ধ হন। তবে তাঁদের পরিচয় অনেক আগেই হয়েছিল। দেবমাল্য ছিলেন মধুমিতার ছোটবেলার বন্ধু। পেশায় ইঞ্জিনিয়ার, একসময়ের সেই বন্ধু বর্তমানে মধুমিতার জীবনের বিশেষ মানুষ হয়ে উঠেছে। সাক্ষাৎকারে মধুমিতা অকপটে বলেন, ‘আমি তো ভাবছিলাম জীবনে বোহেমিয়ান হয়ে যাব, কিন্তু দেবমাল্য এসে আমার জীবন বদলে দিয়েছে। এখন আমার সারাটা দিন দেবমাল্যময়।’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Madhumitha (@madhumita_sarcar)

এ বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা (Madhumita Sarkar) ও দেবমাল্য (Debmalya)। মধুমিতার মতে এই ভ্যালেন্টাইন’স ডে তাদের প্রেমিক-প্রেমিকার শেষ ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day) হতে চলেছে। কারণ এর পরের বছর থেকে তারা স্বামী-স্ত্রী হয়ে একসঙ্গে জীবন কাটাতে চলেছেন। মধুমিতা বলেন ‘আমরা খুব ইচ্ছুক স্বামী-স্ত্রী হতে, তবে আমাদের মধ্যে একটা কথা হয়েছে যে, বিয়ের পরেও আমরা যেন বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মতোই থাকি, বয়স বাড়লেও সম্পর্ক যেন সতেজ থাকে,’ ।

উল্লেখযোগ্য, ২০১৫ সালে মধুমিতা মাত্র ২০ বছর বয়সে সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। তবে কিছু বছর পরেই তারা বিচ্ছেদ নেন। সেই সময় থেকেই সিঙ্গল থাকেন মধুমিতা। তবে ২০২৪ সালে দেবমাল্যের সঙ্গে সম্পর্ক শুরু হয়। সাম্প্রতি পাহাড়ে ভ্রমণের জন্যও একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা।