দিল্লি ভোটের প্রভাব পড়বে বাংলায়? তৃণমূলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী কুণালের

নয়াদিল্লি: দিল্লি ভোটে এবার এসেছে পরিবর্তন। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে পারেনি আপ সরকার৷ বরং পদ্ম ঝড়ে এলোমেলো অবস্থা ঝাড়ুর৷ বাংলায় বিধানসভা ভোটেও কি পড়বে এর প্রভাব?…

Kunal

নয়াদিল্লি: দিল্লি ভোটে এবার এসেছে পরিবর্তন। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে পারেনি আপ সরকার৷ বরং পদ্ম ঝড়ে এলোমেলো অবস্থা ঝাড়ুর৷ বাংলায় বিধানসভা ভোটেও কি পড়বে এর প্রভাব? ২৬ বছর পর দিল্লিতে বিজেপি ফিরতেই বাংলায় সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কী করবে, তা উল্লেখ করে গুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এবার শুভেন্দুকে পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, দিল্লি ভোটের কোনও প্রভাব বাংলায় পড়বে না। এ রাজ্যে ফের সরকার গড়বে তৃণমূল কংগ্রেস।

১৯৯৮ সালের ৩ ডিসেম্বর দিল্লিতে সরকার গড়ছিল বিজেপি। তার পর কেটে গিয়েছে ২৭টি বছর৷ কিন্তু দিল্লিতে পদ্ম ফোটেনি৷ দিল্লিতে পরিবর্তন আসতেই বাংলাকি নিয়ে চর্চা৷ তবে এবার বাংলাতেও বইবে পরিবর্তনের ঝড়? বাংলায় বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে, তখন আসরে নামলেন কুণাল৷

   

পাল্টা এক্স হ্যান্ডলে কুণাল লেখেন, ২০২৬ সালের নির্বাচনে আড়াইশোর বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ভোটের প্রভাব নিয়ে তাঁর বক্তব্য, “কোথায় কী হল, সেটা আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতেই। এখানে কোনও মন্তব্য করার জায়গা নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।”

২০২১ সালে বিজেপি বলেছিল ‘ইস বার ২০০ পার’৷ কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয়নি৷ ৭৭টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে। উল্টে ২০০-র বেশি আসন দখল করে ক্ষমতায় ফেরে তৃণমূল। চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলায় আসন কমেছে বিজেপি’র। এমনকী লোকসভা নির্বাচনের পর রাজ্যে একাধিক বিধানসভা আসনে উপনির্বাচনেও ফুটেছে ঘাস-ফুল৷

আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে পরই সুর চড়াতে শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা৷ পূর্ব মেদিনীপুরে এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি বলেন, “দিল্লিতে আপের পরাজয় মানেই তৃণমূলের পরাজয়। কারণ, দিল্লি ভোটে আপকে সমর্থন জানিয়েছিল রাজ্যের শাসক দল।” শুভেন্দু বলেন, এবার বাংলার পালা৷ সেই সঙ্গে ক্ষমতায় এলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি৷ আবাস যোজনায় সুবিধাপ্রাপকদের ১ লক্ষ ২০ হাজার টাকার বদলে ৩ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন বিজেপি বিধায়ক৷ উল্লেখ্য, আগামী বছর মার্চ-এপ্রিল মাসে বাংলায় বিধানসভা ভোট হওয়ার কথা।