কলকাতা: শেষবেলায় শীতের কাঁপুনি৷ আরও একবার ছন্দে ফিরল শীত৷ শুক্রবার রাতের তাপমাত্রা একলাফে নেমে গিয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে৷ আরও পারদ পতন হবে৷ তেমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। একেবারে শেষবেলায় এসে ঘুরছে খেলা৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতন হবে৷
ফিকে হয়েছিল শীত
সরস্বতী পুজোর পর থেকেই ফিকে হয়েছিল শীতের আমেজ। ফেব্রুয়ারিতেই পারদ পৌঁছেছিল ৩০ ডিগ্রির কাছে৷ শীত ফেরার আশা যখন ভঙ্গ হতে বসেছিল, ঠিক তখনই ঘুরল খেলা৷ ছন্দে ফিরল শীত৷ লাফিয়ে নামল পারদ৷ বেশ ভালোই অনুভূত হচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। রবিবারও বেশ ঠান্ডায় কাটবে দিন৷ তবে এই সুখ দীর্ঘস্থায়ী হবে না৷ আগামী সপ্তাহের শুরু থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে৷
দক্ষিণের পাশে উত্তরেও পারদ পতন
দক্ষিণের পাশাপাশি তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী ২৪ ঘন্টায় নতুন করে পারদ পতনের ইঙ্গিত। তবে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ এর পর আরও নতুন করে শীত পড়বে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুই বঙ্গের আবহাওয়াই শুষ্ক থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা নেই৷
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৩১ শতাংশ থাকবে৷