বরফের চাঁই লেগে ডুবেছে বিশ্বের সবথেকে বড় জাহাজ টাইটানিক। তবে এই জাহাজের কাজ হল বরফকে ভাঙা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই আইসব্রেকারের নাম হলো ফিফটি লেট পোবেডি। বিশালাকৃতির এই জাহাজটির মুল কাজ হলো বরফের আস্তরণ ভেদ করে সামনে এগিয়ে চলা।
২৫৮৪০ মেট্রিক টন ওজনের এই রাশিয়ান জাহাজটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আধুনিক পারমাণবিক আইসব্রেকার। আর্কটিক অঞ্চলে রাশিয়ান এই আইসব্রেকারকে টক্কর দেওয়ার মতো কোনো জাহাজ আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি।
ফিফটি লেট পোবেডি জাহাজটি মুলত ব্যবহার করা হয় গবেষণার জন্য বিজ্ঞানীদের আর্কটিক বা এন্টার্কটিকা অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে। যেহেতু বছরের বেশিরভাগ সময় এসব অঞ্চলগুলো পুরু বরফের আস্তরণে ঢাকা থাকে তাই সাধারণ জাহাজ নিয়ে সেখানে পৌঁছানো অসম্ভব।
এক্ষেত্রে আইসব্রেকার জাহাজের সাহায্যে খুব সহজেই এসব স্থানে পৌঁছানো যায়। তাছাড়া যদি অন্য কোনো জাহাজ বরফের মধ্যে আটকা পড়ে যায় সেক্ষেত্রে সেই জাহাজকে উদ্ধার করে আনার ক্ষেত্রেও আইসব্রেকার জাহাজের জুড়ি মেলা ভার।
সেইসাথে বরফের আস্তরণ সাফ করে আর্কটিক অঞ্চলে পণ্যবাহি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যোগাযোগ চ্যানেল তৈরির জন্যও ফিফটি লেট পোবেডি জাহাজটিকে ব্যবহার করা হয়।
মুলত পারমানবিক শক্তিসম্পন্ন হওয়ার সুবাদেই রাশিয়ান এই জাহাজটি আর্কটিক অঞ্চলে এতটা বেশি কার্যকর। জাহাজটিতে বসানো থাকে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিউক্লিয়ার রিয়েক্টর, যেগুলো প্রায় ৭৫ হাজার হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম ।