কলকাতার রাস্তায় ভয়াবহ ঘটনা। এক তরুণী আইনজীবীর উপর হামলা চালায় (Crime) কিছু যুবক। হাতে ধারাল অস্ত্রের কোপ বসায়। পাল্টা তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযুক্তদের। একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চারু মার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে। তরুণী আইনজীবীর অভিযোগ এদিন বিকালে বাড়ির কাছেই থাকা নিজের চেম্বার খোলার সময় পাড়ার কয়েকজন যুবকের সঙ্গে গাড়ির পার্কিং নিয়ে বচসা বাধে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন ওই তরুণী। তখনই সেই তরুণীর হাতে কোপ মারা (Crime) হয় বলে অভিযোগ। তবে যাদের বিরুদ্ধে ওই তরুণী অভিযোগ তুলেছেন, তারাও তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব হয়েছেন।
বচসায় জড়ানোর কিছু সময়ের মধ্যেই ওখানে এসে যায় আরও বেশ কয়েকজন। তরুণীর অভিযোগ, তারপরই মারধর, গালিগালাজ, এমনকি খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপও মারা হয়। অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করাতেই ওই যুবকেরা তার উপর চড়াও হয় বলে দাবি করছেন ওই আইনজীবী। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি। অভিযুক্তদের অনেকেই গাড়ির ড্রাইভার।
এলাকার ড্রাইভাররা আইনজীবী তরুণীর দাবি, অস্বীকার করেছেন। তাদের দাবি, জোর করে পুলিশকে টাকা দিয়ে অবৈধ নির্মাণ করেছেন ওই তরুণী আইনজীবীর বাবা। তার প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত চারু মার্কেট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।