আরজি কর-কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়েছিল রাজ্য, আর্জি খারিজ হাই কোর্টে

কলকাতা: আরজি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ শুক্রবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত।…

state government seeks death penalty for convicted sanjay rai

কলকাতা: আরজি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত অপরাধী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার৷ শুক্রবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। এদিকে, একই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের মামলাটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে রাজ্য

আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী প্রমাণিত করে আমৃ্ত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক৷ কিন্তু, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার। কিন্তু, রাজ্যের দায়ের করা মামলা আদৌ গ্রহণযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে।

   

রাজ্যের মামলা নিয়ে প্রশ্ন সিবিআই-এর

আরজি কর-কাণ্ডে সিবিআই-এর দেওয়া চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম উল্লেখ করেছিল সিবিআই। আদালতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছিল তারা। কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণার সময় জানান, এই ঘটনা ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়। তাই সঞ্জয়কে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ আসার ২৪ ঘণ্টার মধ্যেই হাই কোর্টে যায় রাজ্য৷ পরে একই আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সেই সঙ্গে রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের বক্তব্য ছিল, নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা কিংবা দোষী নিজে হাই কোর্টের দ্বারস্থ হননি, তাহলে রাজ্য কী ভাবে এই আবেদন করতে পারে? পাল্টা রাজ্যের দাবি ছিল, তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়। তাছাড়া আরজি কর-কাণ্ডের তদন্ত সবার আগে রাজ্য পুলিশই শুরু করেছিল। তাই তারা আবেদন জানাতেই পারে৷ 

রাজ্যের আবেদন খারিজ

এদিন উচ্চ আদালতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই আরজি কর-কাণ্ডের তদন্ত করছে। তাই এ ক্ষেত্রে তাদের আবেদনই গ্রহণযোগ্য। রাজ্য সরকারের আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। উভয়ে একই আবেদন জানালেও, রাজ্যের মামলাটি খারিজ করে দেওয়া হল।