কলকাতা: যাওয়ার আগে ফের ছন্দে শীত৷ শুক্রের সকাল থেকেই শহরজুড়ে শীতের আমেজ৷ শীত পড়েছে জেলাগুলিতেও৷ তবে শীত যে কামব্যাক করবে, সে বিষয়ে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী ২ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমবে৷ ফলে ফের গায়ে জড়াতে হবে সোয়েটার-চাদর৷
ফেব্রুয়ারির শুতেই উধাও হয়েছিল শীত
ফেব্রুয়ারির শুরু থেকেই কার্যত উধাও হয়েছিল শীত। সরস্বতী পুজোতে রীতিমতো গরম অনুভূত হয়েছে৷ রাতের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২২ ডিগ্রির ঘরে। তবে আরও একবার শীত ফেরায় মন ভালো হয়ে গিয়েছে শীতপ্রেমীদের৷ এক রাতে ৫ ডিগ্রি পারদ পতন হয়েছে শহর কলকাতায়। আজ রাতে আরও পারদ নামবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। আগামী রবি ও সোমবার বেশ ভালোই শীতের আমেজ উপভোগ করবে দক্ষিণবঙ্গের মানুষ। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে একটু একটু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে শীতের বিদায় পর্ব। অর্থাৎ প্রেমদিবসেই ফিকে হবে শীত৷
কমবে কুয়াশার দাপট
শীত পড়ার সঙ্গে সঙ্গে কলকাতা-সহ জেলায় জেলায় কমবে কুয়াশার দাপট৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায়। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দুই বঙ্গের আবহাওয়াই শুষ্ক থাকবে৷ আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷
উত্তরবঙ্গেও পারদপতন
আজ থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে শুরু করবে। দু-তিন দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। উত্তরবঙ্গেও আগামী ৭২ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভবনা নেই।