গত ১৬ জানুয়ারি রাতে এক বিপজ্জনক ঘটনার শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) । রাত আনুমানিক ২টার দিকে এক আততায়ী সইফকে ছুরি দিয়ে আক্রমণ করে। তবে অভিনেতা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। আক্রমণকারী কে? তিনি কীভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন? আক্রমণের উদ্দেশ্য কী ছিল? অভিনেতার বাসভবনে ঠিক কী ঘটেছিল?
এবার টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও (Ritwick Chakraborty) সইফ আলি খানের বাড়ির আততায়ীর ঘটনার সঙ্গে একটি মজার যোগসূত্র তৈরি করেছেন। ঋত্বিক তার আগামী ছবি “পরিচয় গুপ্ত” (Parichay Gupta) এর প্রচারের জন্য সইফ আলি খানের ঘটনা ব্যবহার করেছেন।
ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি বলেন, “একটা আশ্চর্য ঘটনা ঘটল আমার সাথে। আমি হতভম্ব, একটু আগে একটা লোক আমার বাড়িতে ঢুকে পড়েছিল। আমার ব্যালকনিতে, যেখানে আমি বই পড়ছিলাম, একজন লোক এসে ঢুকে পড়ে। আমি জানতাম না কিছু। কিন্তু আমি যখন ফ্রিজ থেকে জল খেতে গিয়েছিলাম, তখন সে আমার সামনে চলে আসে। ধাক্কাধাক্কি হয়, এবং আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে।”
View this post on Instagram
ঋত্বিক (Ritwick Chakraborty) আরও জানান, “যখন চিৎকার করি, তখন আমার বাড়ির লোক এসে উপস্থিত হয় এবং সেই আততায়ী পালিয়ে যায়। এরপর আমি সিসিটিভি ফুটেজ চেক করি এবং দেখতে পাই একজন ব্যক্তি মুখ বেঁধে, কাঁধে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। পরে সে সিসিটিভির সামনে এসে একটি কাগজে লেখে, ‘এটুকুই জানাতে এসেছিলাম। পরিচয় গুপ্ত আসছে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।'”
উল্লেখ্য, ১৯৫০ সালের পটভূমির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘পরিচয় গুপ্ত’ (Parichay Gupta) ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রন রাজ ৷ ছবিটি মূলত এক জমিদার এবং তাঁর প্রিয় বন্ধু একজন আর্কিওলজিস্টের গল্প । ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত। ছবিতে বৃহন্নলার সাজে দেখা যাবে জয় সেনগুপ্তকে ৷