জীতুর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন শ্রাবন্তী

টলিউডের জনপ্রিয় দুই তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও জীতু কমল (Jeetu Kamal) প্রেমের গুঞ্জন ছিল। কিন্তু এবার দুই তারকা নিজেই প্রকাশ্যে এসে সেই সম্পর্ক…

srabanti-chatterjee-speaks-jeetu-kamal-new-relationship-babusona-trailer-launch

টলিউডের জনপ্রিয় দুই তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও জীতু কমল (Jeetu Kamal) প্রেমের গুঞ্জন ছিল। কিন্তু এবার দুই তারকা নিজেই প্রকাশ্যে এসে সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন। সম্প্রতি অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘বাবুসোনা’ (Babusona Trailer) ছবির ট্রেলার লঞ্চে শ্রাবন্তী ও জীতুর একে অপরকে নিয়ে নানা মন্তব্য তাদের সম্পর্কের বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

লন্ডনে ‘বাবুসোনা’ (Babusona) ছবির শুটিংয়ের সময়ই শ্রাবন্তী (Srabanti Chatterjee) ও জীতু (Jeetu Kamal) একে অপরের কাছে আরও কাছাকাছি আসেন। শুটিংয়ের সময় একসঙ্গে অনেক সময় কাটানোর ফলে পরস্পরকে নতুন করে বুঝতে পারেন তারা। শ্রাবন্তী জানান, প্রথমে তার মনে হয়েছিল জীতু কমল বেশ রাগী এবং তিনি সেটের বাইরে খুব বেশি কথা বলবেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার ধারণা বদলে যায়। তিনি বুঝতে পারেন জীতু একজন খুব ভালো মানুষ। 

   

অন্যদিকে জীতু কমল (Jeetu Kamal) শ্রাবন্তী (Srabanti Chatterjee) সম্পর্কে বলেন, “শ্রাবন্তী মানুষ হিসেবে খুবই ভালো। কাজের প্রতি তার মনোযোগ এবং পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।” এছাড়াও, জীতু কমল তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জনের বিষয়ে বলেন, “আমি তো আমার ছবি পোস্ট করি যাতে সাংবাদিকরা খবর লেখতে পারেন। আমি অভিনয় করি কারণ এটি আমাকে আনন্দ দেয়, আর সাংবাদিকরাও তাঁদের কাজ করতে আনন্দ পান।” এই প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, আমাদের পর্দার কেমিস্ট্রি কী রকম হবে, যখন বাস্তবে আমাদের সম্পর্ক নিয়ে এত আলোচনা হচ্ছে।” আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাচ্ছে তাদের নতুন ছবি ‘বাবুসোনা’।