প্রয়াগরাজ: দিল্লি যখন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল, তখন প্রয়াগরাজে মহাকুম্ভে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গেরুয়া জ্যাকেট আর কালো ট্র্যাক প্যান্ট পরে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন তিনি৷
মহাকুম্ভে শাহীস্নান সেরেছে অমিত শাহ
ইতিমধ্যেই মহাকুম্ভে শাহীস্নান সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এবার স্নান করলেন নমো৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কুম্ভ সফর নিয়ে বিতর্ক
৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কুম্ভস্নান নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, বুধবার দিল্লি রয়েছে বিধানসভা নির্বাচন। বিরোধীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যেই দিল্লি ভোটের দিনে কুম্ভে যাওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। হিন্দুত্বের জিগির উস্কে দিয়ে ভোট ব্যাঙ্ক ভরানোর কৌশল৷ কুম্ভস্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন নমো। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন৷ নিজেদের ভোট দিন।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুম্ভে শাহী স্নান সারার দিন দুই পরেই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই মহাকুম্ভের যোগী প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। আরও অভিযোগ, প্রকৃত মৃতের সংখ্যা লুকোচ্ছে উত্তরপ্রদেশ সরকার। গত সোমবার সংসদের বাজেট অধিবেশনেও এই ইস্যুতে সরব হন বিরোধীরা। এই উত্তেজনার আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহাকুম্ভ-সফর ও স্নান নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷