‘আয়োজকদের কুর্নিশ’! মহাকুম্ভে ডুব দিয়ে যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ রচনা

প্রয়াগরাজ: মহাকুম্ভ উপলক্ষে সারা বিশ্ব যেন এসে মিশেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে৷ বলিউডের বড় বড় তারকা থেকে বিদেশি ভক্ত— গঙ্গা-যমুনা ও অন্সতঃসলীলা সরস্বতীর নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান…

Rachana Banerjee in mahakumbha

প্রয়াগরাজ: মহাকুম্ভ উপলক্ষে সারা বিশ্ব যেন এসে মিশেছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে৷ বলিউডের বড় বড় তারকা থেকে বিদেশি ভক্ত— গঙ্গা-যমুনা ও অন্সতঃসলীলা সরস্বতীর নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন কোটি কোটি মানুষ। ডুব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেবের মতো ব্যক্তিত্বরাও৷ সেই তালিকায় এবার জুড়ে গেল তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম৷ গত ২ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন বিশেষ স্নান সারলেন তিনি৷ পরনে গেরুয়া বসন৷ মাথায় গেরুয়া টিপ৷ একেবারে সন্ন্যাসীনির বেশে দেখা গেল বাংলার দিদি নং-১কে। সাংবাদমাধ্যমকে জানালে কুম্ভস্নানের অভিজ্ঞতার কথাও।

গত ১৩ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। চলবে ২৬ ফেব্রুয়ারি, মহা শিবরাত্রি পর্যন্ত। সাত সপ্তাহ ধরে চলা এই মহামেলা নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। হবে নাই বা কেন৷ এবার যে মহাকুম্ভ৷ ১৪৪ বছর পর আসে এই যোগ৷ প্রতি ছ’বছর অন্তর হয় কুম্ভমেলা৷ ১২ বছর অন্তর হয় পূর্ণকুম্ভ। ১৪৪ বছর পর তৈরি হয় মহাকুম্ভ যোগ। বলা হয় বৃহস্পতির সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় লাগে, পৃথিবীর হিসাবে তখনই তৈরি হয় মহাকুম্ভের যোগ৷ 

   

তাই এবার কুম্ভ নিয়ে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে উন্মাদনা অনেক বেশি৷ সাধু-সন্ত, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, একে একে যোগ দিচ্ছেন কুম্ভমেলায়। তবে এর মধ্যে ঘটেছে কিছু অঘটনও। মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের৷ বহু মানুষ এখনও নিখোঁজ৷ যদিও সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা মাত্র ৩০৷ বিরোধীরা সরকারের এই পরিসংখ্যান মানতে নারাজ। মঙ্গলবার এ নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধীরা যখন কুম্ভ নিয়ে বিজেপি’কে কোণঠাসা করতে মরিয়া, তখন মহাকুম্ভ নিয়ে উচ্ছ্বসিত রচনা বন্দ্যোপাধ্যায়৷  যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সুন্দর ব্যবস্থাপনার জন্য সাধুবাদ জানিয়েছেন যোগী সরকারকে। রচনা বলেন, ‘‘দারুণ এক অভিজ্ঞতা হল। ওখানকার ব্যবস্থাপনা সত্যই সুন্দর। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। সেটা ঘটে গিয়েছে। তবে কুর্নিশ জানাব মেলার আয়োজকদের। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা, জলে নেমে যাতে কেউ ডুবে না যান, সে জন্য সুরক্ষার ব্যবস্থা-সবটাই করা হয়েছে৷ এ এক বিরাট কর্মযজ্ঞ। দুর্ঘটনার পর আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷’’

মহাকুম্ভের বেশ কিছু শবিও শেয়ার করেছেন ভিনেত্রী সাংসদ৷ রচনার শেয়ার করা সেই সব ছবিতে দেখা গিয়েছে, কখনও তিনি নৌকায় বসে মহাকুম্ভের জল তুলে মাথায় নিচ্ছেন৷ কখনও জলে নেমে পুণ্যস্নান সারছেন। ছবি ভিডিও পোস্ট করে রচনা লিখেছেন, “অনেক দিনের স্বপ্ন ছিল প্রয়াগরাজে আসার। সেই স্বপ্ন পূরণের জন্যই এসেছি।”