Delhi Election 2025: শমন নিয়েই ভোট যুদ্ধে মুখ্যমন্ত্রী অতীশী! দিল্লির লাড্ডু কে খাবে?

দিল্লির লাড্ডু যে খায় সেই পস্তায়। যে না খায় সেও পস্তায়। এমনই এক লাড্ডুর আকর্ষণ দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে। গত তিন দফায় এই লাড্ডু খেয়ে…

Delhi Finance Minister Atishi presents budget

দিল্লির লাড্ডু যে খায় সেই পস্তায়। যে না খায় সেও পস্তায়। এমনই এক লাড্ডুর আকর্ষণ দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে। গত তিন দফায় এই লাড্ডু খেয়ে আসছে আম আদমিরা। এবার (Delhi Election 2025) লাড্ডুর ভাগ পেতে মরিয়া বিজেপি।

দেশে মোদী সরকার চলছে রাজধানী দিল্লি থেরে। তবে মোদী জমানায় দিল্লির বিধানসভা যেমন দখল হয়নি তেমনই অধরা বাংলা। তাৎপর্যপূর্ণ, এই দুই স্থানীয় সরকারের মুখ্যমন্ত্রী মহিলা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অতীশীর ভোটযুদ্ধ।

   

আকাশবাণী সংবাদ জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহনের ঠিক আগে দিল্লীর মুখ্যমন্ত্রী তথা  আম আদমি পার্টির কালকাজি আসনের প্রার্থী আতীশীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে পুলিশ।  সরকারী কাজে বাধাদান এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিভিন্ন ধারায় গোবিন্দপুরী থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই আপ সদস্য এক পুলিস কনস্টেবলকে হেনস্তা করেছেন বলে অভিযোগ।

এই এফআইআর নিছক রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ বিজেপি বিরোধী শিবিরের। বলা হচ্ছে, প্রতি নির্বাচনে অবিজেপি শক্তিকে চাপে রাখতে বিজেপি পুলিশ, ইডি, সিবিআই ট্রিক ব্যবহার করে। দিল্লির বিধানসভা নির্বাচনেও সেই ট্রিক চলছে। আম আদমি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে পাঠানো হয়েছিল। তিনি জেল থেকে বেরিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। সরকারের ব্যটন তুলে দিয়েছেন অতীশীর হাতে।

একইভাবে ঝাড়খণ্ড বিধানসভা ভোটের আগে সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও একটি মামলায় জেলে যেতে হয়েছিল। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অভিযোগ ছিল, নির্বাচন থেকে সোরেনকে দূরে রাখতে চেয়েছিল বিজেপি ও মোদী সরকার। ঝাড়খণ্ডে সেই ট্রিক কাজ করেনি। ফের সরকার গড়েছেন হেমন্ত।

টানা দেড় দশক দিল্লিতে ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। নজরকাড়া সামাজিক প্রকল্পে ক্ষমতা ধরে রেখেছে আপ।এবার আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। আবগারি দুর্নীতি মামলায় আপাতত জামিন মুক্ত কেজরি চ্যালেঞ্জ ছুড়েছেন ফের জিতে মুখ্যমন্ত্রী হবেন।

বিজেপি দিল্লির বিধানসভা দখলে মরিয়া।  কংগ্রেস লড়াইয়ে আছে কয়েকটি আসনে। তবে ভোট পরবর্তী আপ ও কংগ্রেস সমঝেতা হতে পারে। দিল্লি ছাড়া পাঞ্জাবে সরকার চালাচ্ছে আপ।

দিল্লির ভোটে এবার বেশ কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে জনগোষ্ঠীর ১২.৬৮ শতাংশ মুসলিম আর দলিতের হার ১৬.৯২ শতাংশ। গত দু’টি নির্বাচনে মুসলিম ভোট আপের ঘরেই গিয়েছে। দিল্লি বিধানসভায় ৬টি কেন্দ্রে নির্ণায়ক শক্তি মুসলিম ভোট। 

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা।ভোট শুরু হবে সকাল ৭টায়। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ১ কোটি ৫৬ লক্ষের বেশি ভোটার ৬৯৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। শনিবার ভোটগণনা। এজন্য নির্বাচন কমিশন ১ লক্ষ ৮০ হাজারের বেশী নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।  (Who will win the Delhi Assembly Elections 2025, AAP or BJP?)