ওলা ইলেকট্রিক (Ola Electric) সম্প্রতি তাদের নতুন প্রজন্মের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এবার সংস্থার নজর বৈদ্যুতিক বাইকের দিকে। রাত পোহালেই নতুন ই-মোটরসাইকেলের বাজারে লঞ্চ করতে চলেছে ওলা। আগামীকাল অর্থাৎ বুধবার Ola Roadster সিরিজের ইলেকট্রিক বাইক ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে।
Ola Roadster আসছে
এই বাইকগুলিরর ঘোষণা ২০২৪ সালেই করা হয়েছিল। তবে সেসময় শুধুমাত্র প্রি-প্রোডাকশন মডেল প্রদর্শিত হয়েছিল। সে সময় ওলা জানিয়েছিল, এই বাইকগুলোর চূড়ান্ত প্রোডাকশন ভার্সনের জন্য অপেক্ষা করতে হবে। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং আগামীকালই এর অফিসিয়াল লঞ্চ হচ্ছে।
ওলা তাদের এই Roadster সিরিজের ই-বাইকগুলি একাধিক ব্যাটারি অপশনে লঞ্চ করবে। গত বছর, সংস্থা এই মডেলটি ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার ও ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে প্রকাশ করেছিল। সে সময় এই বাইকগুলির দাম ছিল যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা, ৮৪,৯৯৯ টাকা ও ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)।
অন্যদিকে, Roadster X মডেলটিকে তিনটি ব্যাটারি অপশনে প্রদর্শন করা হয়েছিল – ৩ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ার ও ৬ কিলোওয়াট আওয়ার। সেসময় এই বাইকের দাম ছিল ১.০৫ লাখ, ১.২০ লাখ ও ১.৪০ লাখ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)। তবে, আগামীকালের লঞ্চ ইভেন্টে এই বাইকগুলির দাম নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। ওলা আরও প্রতিযোগিতামূলক মূল্যে এই বাইকগুলি বাজারে আনতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Roadster X-এর অত্যাধুনিক ফিচার
Roadster X-এর প্রি-প্রোডাকশন মডেল একাধিক স্মার্ট ফিচারের সাথে দেখা গিয়েছিল। এই বাইকে ৪.৩-ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে যা MoveOS 5 সফটওয়্যারে চলবে। এর মধ্যে Ola Maps নেভিগেশন (টার্ন-বাই-টার্ন), অ্যাডভান্সড রিজেন, ক্রুজ কন্ট্রোল, ডিআইওয়াই মোড, টিপিএমএস অ্যালার্টস, ওটিএ আপডেটস, ডিজিটাল কি আনলক ও ওলা অ্যাপ কানেক্টিভিটির মতো অত্যাধুনিক ফিচার থাকছে।
Roadster-এর ফিচার ও প্রযুক্তি
Ola Roadster মডেলটি চারটি রাইডিং মোড- হাইপার, স্পোর্টস, নরমাল ও ইকো মোডের সাথে আসবে। এই বাইকে থাকবে ৬.৮-ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে যা প্রক্সিমিটি আনলক, ক্রুজ কন্ট্রোল, পার্টি মোড, ট্যাম্পার অ্যালার্ট-এর মতো ফিচার অফার করবে। এছাড়াও, AI-ভিত্তিক Krutrim Assistant, স্মার্টওয়াচ অ্যাপ ও রোড ট্রিপ প্ল্যানার-এর মতো আধুনিক ফিচার যুক্ত করা হবে।
ওলা তাদের ইলেকট্রিক স্কুটারের পর এবার ই-বাইক মার্কেটেও আগ্রাসী প্রবেশের পরিকল্পনা করছে। এই নতুন লঞ্চের মাধ্যমে সংস্থাটি ইলেকট্রিক বাইক বাজারে দাম ও প্রযুক্তির দিক থেকে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে চায়। আগামীকাল এই বাইকগুলোর নতুন দাম ঘোষণা হতে পারে, যা ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটের চেহারা বদলে দিতে পারে।
ওলার Roadster ও Roadster X বাজারে আসার সঙ্গে ই-বাইক সেগমেন্টে উত্তেজনা বৃদ্ধি পাবে, বিশেষ করে প্রযুক্তিগত উন্নতি এবং অত্যাধুনিক ফিচারের কারণে এই বাইকগুলি গ্রাহকদের মধ্যে বড় আকর্ষণ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।