মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh 2025) -এ প্রয়াগরাজে লক্ষ-কোটি মানুষের সমাগম হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটি ও পর্যটকরা গঙ্গায় পুণ্যস্নান করতে আসছেন। সম্প্রতি তৃণমূল সাংসদ এবং টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেছেন। অভিনেত্রী পূর্ণস্নানের বেশকিছু ছবি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
সম্প্রতি সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) । সংসদ ভবনের সামনে নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে সেই মুহূর্তটি ভাগ করেছেন তিনি। সংসদের বাজেট অধিবেশনের ফাঁকে রচনা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। সেখানে ত্রিবেণী সঙ্গমে গিয়ে পুণ্যস্নান করেন।
View this post on Instagram
ত্রিবেণী সঙ্গমে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) গেরুয়া বসনে ও কপালে কমলা টিপ দিয়ে পুণ্যস্নানে অংশ নেন। নৌকা করে সঙ্গমে গিয়ে পুণ্যস্নান করেন রচনা। এরপরে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। ছবিতে তাকে সঙ্গমের মাঝে ডুব দিতে দেখা যায়। ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করার অভিজ্ঞতা সম্পর্কে রচনা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমরা ধন্য… সারা জীবনের জন্য এটা একটা অভিজ্ঞতা।”
উল্লেখ্য, এবার মহাকুম্ভে (Mahakumbh 2025) পুণ্যস্নান করতে টলিপাড়ার অনেকেই গিয়েছিলেন। মৌনি আমাবস্যায় পরিবারসহ মহাকুম্ভে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। এছাড়া, ওই দিনই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন টলিপাড়ার প্রযোজক রানা সরকার, শ্রীকান্ত মোহতা সহ আরও অনেকেই। তারা সকলেই প্রয়াগরাজ থেকে নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যা ব্যাপকভাবে ভাইরাল হয়।