মালদ্বীপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই তারকা ফুটবলার

গত বছরের শেষের দিকেই মিকেল স্ট্যাহরেকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তারপর থেকে এখনও পর্যন্ত দলের দায়িত্ব পালন করে আসছেন থেক্কাথারা পুরুষোথামন। প্রথম দিকে…

Kerala Blasters Star Jesus Jimenez Spends

গত বছরের শেষের দিকেই মিকেল স্ট্যাহরেকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তারপর থেকে এখনও পর্যন্ত দলের দায়িত্ব পালন করে আসছেন থেক্কাথারা পুরুষোথামন। প্রথম দিকে হেড কোচের অনুপস্থিতির প্রভাব পড়লে ও ধীরে ধীরে ছন্দে ফিরেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। নতুন বছরের শুরুতে ও বজায় ছিল সেই ধারা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী পাঞ্জাব এফসি থেকে শুরু করে ওডিশা এফসির মতো ফুটবল দলকে। পরবর্তীতে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে আটকে যেতে হলেও তাঁদের পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল সমর্থকদের।

এমনকি দক্ষিণের ডার্বিতে ও তাঁরা টেক্কা দিয়েছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। এই জয়ের সুবাদে এখনও পর্যন্ত সুপার সিক্সে যাওয়ার আশা জিইয়ে রেখেছে আদ্রিয়ান লুনাদের এই ফুটবল ক্লাব। সূচি অনুযায়ী আগামী ১৫ই ফেব্রুয়ারি কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজেদের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। তাই সবদিক মাথায় রেখেই খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্য থাকবে অন্তর্বর্তীকালীন কোচের।

   

কিন্তু তাঁর আগে এখনও পর্যন্ত বেশকিছু সময় রয়েছে ফুটবলারদের কাছে। সেইমতো সাময়িক বিরতির পর পুনরায় দলের সঙ্গে যুক্ত হবেন প্রত্যেক ফুটবলার। এই সাময়িক বিরতিকে কাজে লাগিয়েই এবার মালদ্বীপে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দলের তারকা ফুটবলার জেসুস জেমিনেজ (Jesus Jimenez)। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে আপলোড করেন সেই সম্পর্কিত বেশকিছু ছবি। যা সহজেই মন জয় করেছে দলের সকল সমর্থকদের। চলতি মরসুমের শুরুতে কেরালা ব্লাস্টার্সে যোগদান করেছিলেন এই স্প্যানিশ ফুটবলার।

তারপর যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন এই ফুটবলার। ইতিমধ্যেই দক্ষিণের এই ফুটবল ক্লাবের হয়ে খেলে ফেলেছেন আইএসএলের প্রায় ১৬টি ম্যাচ। যার মধ্যে ১১টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। সেক্ষেত্রে আসন্ন ম্যাচ গুলিতে নিজেকে আদৌ সক্রিয় রাখতে পারেন এই ফুটবলার এখন সেদিকেই নজর থাকবে সকলের।