নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদ প্রস্তাবের ওপর এক দীর্ঘ বক্তৃতা দেন৷ যেখানে একাধিকবার চিনের প্রসঙ্গ তোলেন তিনি৷ তাঁর এই মন্তব্যের পরই তাঁকে তীব্র আক্রমণ শানায় বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্র রাহুল গান্ধীকে “রাহুল জিনপিং” বলে কটাক্ষ করেন৷ চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইঙ্গিত করেই এই মন্তব্য তাঁর।
সম্বিত পাত্র বলেন, “রাহুল গান্ধী ৩৪ বার চিনের নাম নিয়েছেন। আমি তাঁকে ‘রাহুল জিনপিং’ বলব। হয়তো তিনি পরবর্তী জন্মে চিনা হতে চাইছেন।” তাঁর দাবি, কংগ্রেস জমানায় ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ঘাটতি ২৫ গুণ বেড়ে গিয়েছিল, তাই কংগ্রেসের আগে নিজেদের আত্মসমালোচনা করা উচিত।
রাহুল গান্ধী তাঁর বক্তৃতায় ভারতের ম্যানুফ্যাকচারিং খাতের অবস্থা এবং চিনের সঙ্গে ভারতীয় বাণিজ্য নিয়ে চিন্তা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘চিন আজ ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের থেকে ১০ বছর এগিয়ে।’’ তাঁর আরও দাবি, চিন ভারতের ৪,০০০ বর্গ কিলোমিটার ভূমি দখল করে বসে আছে। ভারতের প্রধানমন্ত্রী সে কথা অস্বীকার করলেও, ভারতীয় সেনাই সরকারের বক্তব্য নস্যাৎ করে দিয়েছে৷’’
এছাড়া, রাহুল গান্ধী বলেন, “যদি কখনও ভারত এবং চিনের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমাদের চিনা পণ্য ব্যবহার করতে হবে। চিনা মোটর, চিনা ব্যাটারি, চিনা অপটিকস—এসবের উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে।” তার মতে, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ব্যর্থতার কারণে ভারত চিনের ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলস্বরূপ চিন ভারতের সীমান্তে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
বিজেপি এই মন্তব্যগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যও রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “রাহুল গান্ধী তাঁর ভাষণে ৩৪ বার চিনের কথা উল্লেখ করেছেন।” মালব্য একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে রাহুল গান্ধী চিন সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন, যা বিজেপির আক্রমণকে আরও ঝাঁঝালো করে তুলেছে৷