গত সোমবার আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। এদিন নর্থইস্টের হয়ে জোড়া গোল করেন আলাদিন আজারেই। অপরদিকে ওডিশা এফসির হয়ে গোল করেন যথাক্রমে থৈবা সিং এবং ইসাক ইসাক ভানলালরুয়াতফেলা। এদিন হিসাব মত ওডিশা এফসির হোম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট দাপুটে পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল পেদ্রো বেনালির ছেলেদের।
তাঁদের আটকাতে গিয়ে কার্যত কালঘাম ছুটেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। সুযোগ বুঝে ঘনঘন আক্রমণ করলেও গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না জিথিন এমএসদের কাছে। বিশেষ করে মুর্তাজা ফলের মতো ফুটবলারদের উপস্থিতি যথেষ্ট অ্যাডভান্টেজ যুক্ত করেছিল ওডিশা ডিফেন্সে। যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘন ঘন আক্রমণ শানাতে শুরু করে এবারের ডুরান্ড কাপ জয়ীরা। তারপর ম্যাচের চতুর্থ কোয়ার্টারের শেষে আলাদিনের অনবদ্য গোলে এগিয়ে যায় নর্থইস্ট।
সেই গোলের মিনিট দশেকের মধ্যেই ম্যাচে ফিরে আসে ওডিশা এফসি। প্রতি আক্রমণে উঠে ওডিশার হয়ে গোল করে যান থৈবা সিং। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল নর্থইস্ট শিবিরকে। কিন্তু তারপরে ও আক্রমণে উঠতে ভোলেনি নর্থইস্ট ইউনাইটেড। সুযোগ বুঝেই প্রতিপক্ষের গোলে বল ঠেলে দিয়ে যান মরোক্কান তারকা আলাদিন আজারেই। তাঁর দ্বিতীয় গোল আসার পর থেকেই তড়িঘড়ি করে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে সার্জিও লোবেরার ছেলেরা। হুগো বুমোস থেকে শুরু করে দিয়াগো মাউরিসিও হোক কিংবা আহমেদ জাহু।
ঘন ঘন আক্রমণে নর্থইস্টকে চাপে ফেলতে শুরু করেছিল সকলেই। জবাবে যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন মিকেল জাবাকো থেকে শুরু করে দিনেশ সিংরা। কিন্তু কাজের কাজ হয়নি। অতিরিক্ত সময় গোল করে দলের সাক্ষাৎ পরাজয় রোধ করে দিয়ে যান ইসাক।