জামশেদপুরের কাছে পরাজয়, শিল্ডের আশা প্রায় শেষ গোয়ার

চেন্নাইয়িন ম্যাচের পর ফের ধাক্কা খেল এফসি গোয়া (FC Goa)। নির্ধারিত সূচি অনুযায়ী গত রবিবার আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে…

FC Goa's Title Hopes Diminish After Defeat to Jamshedpur FC

চেন্নাইয়িন ম্যাচের পর ফের ধাক্কা খেল এফসি গোয়া (FC Goa)। নির্ধারিত সূচি অনুযায়ী গত রবিবার আইএসএলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে খালিদ জামিলের জামশেদপুর এফসি‌। এদিন দলের হয়ে জোড়া গোল করে যান স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো। এবং একটি মাত্র গোল করেন লাজার সিরকোভিচ। অপরদিকে গোয়া শিবিরের হয়ে ব্যবধান কমান আয়ূষ ছেত্রী।

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো জামশেদপুর ফুটবল ক্লাব। সেইসাথে সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নামল গোয়া শিবির। যারফলে এই আইএসএল সিজনে লিগ শিল্ড জয়ের আশা প্রায় শেষ মানোলো মার্কুয়েজের ছেলেদের। বর্তমানে গ্ৰুপের বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করে পরবর্তীতে চূড়ান্ত সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য সন্দেশ ঝিঙ্গানদের।
চলতি আইএসএল সিজনের শুরুটা খুব একটা ভালো ছিল না এফসি গোয়ার।

   

তবে সময় এগোনোর সাথে সাথেই ছন্দে ফিরতে শুরু করেছিল আর্মান্দো সাদিকুদের এই ফুটবল ক্লাব। বিশেষ করে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করার পর যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন দলের ফুটবলাররা। মাঝে ফের কয়েকবার ধাক্কা খেতে হলেও শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ছন্দে ফিরেছিল মানোলোর ছেলেরা। যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। একের পর এক শক্তিশালী দলকে পিছনে ফেলে মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে আত্মপ্রকাশ করেছিল ব্রিসন ফার্নান্দেজরা।

এই ম্যাচে জয় পেলে সেক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে পয়েন্ট এর পার্থক্য কিছুটা হলেও কমতো গোয়া শিবিরের। কিন্তু দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। আগামী ৬ই ফেব্রুয়ারি শক্তিশালী ওডিশা এফসি‌র বিপক্ষে হোম ম্যাচ খেলতে নামবে মানোলোর ছেলেরা। এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য আইএসএলের এই ফুটবল ক্লাবের।