Fog Alert: শ্রীপঞ্চমীর ভোরে শীতের আমেজ? একাধিক জেলায় ঘন কুয়াশা সতর্কতা

কুয়াশা ঘেরা প্রেমিক-প্রেমিকার জুটি! সেলুলয়েডের মতো এমন দৃশ্য তৈরি হতে চলেছে সোমবার সকালে অর্থাৎ শ্রীপঞ্চমীর ভোরে। সরস্বতী পুজো আর প্রেম সমান্তরাল। বসন্তের স্পর্শ ও তার…

Kolkata Weather, Bengal Winter

কুয়াশা ঘেরা প্রেমিক-প্রেমিকার জুটি! সেলুলয়েডের মতো এমন দৃশ্য তৈরি হতে চলেছে সোমবার সকালে অর্থাৎ শ্রীপঞ্চমীর ভোরে। সরস্বতী পুজো আর প্রেম সমান্তরাল। বসন্তের স্পর্শ ও তার সঙ্গে কুয়াশা মাখামাখি। (Fog Alert)

আলিপুরের হাওয়া মোরগ জানিয়েছে, সোমবার থেকে আগামী ২-৩ দিনে কিছুটা কমবে তাপমাত্রা। সেই সঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।

   

আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্জার জেরে এবার বারবার বাধা পেয়েছে শীত। চলতি বছরে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই শীত পাকাপাকি বিদায় নেবে। তবে চলতি সপ্তাহে কিছুটা ফিরতে পারে শীতের আমেজ।

গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে কুয়াশা বেড়েছে। এবার একাধিক জেলায় জারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সতর্কতা জারি হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা ও সংলগ্ন জেলা হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা থাকবে।

সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকবে। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। কুয়াশার কারণে ট্রেন ও বিমান চলাচল বিলম্ব হতে পারে।

Fog alert issued in several districts Visibility will be low due to fog in the morning. As a result, the risk of accidents is increasing. Train and flight operations may be delayed due to fog.