সমতায় ফিরেও আটকে গেল বেঙ্গালুরু, সুপার সিক্সে টিঁকে থাকার চ্যালেঞ্জ পঞ্জাবের

সময় যত এগোচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025)। একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি সুপার সিক্সের…

Bengaluru FC Playoff Hopes Dashed by Punjab FC

সময় যত এগোচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025)। একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি সুপার সিক্সের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। গতবারের মতো এবার ও শিল্ড জয়ের দৌড়ে সবুজ-মেরুনের একক আধিপত্য থাকলেও সুপার সিক্সের লড়াইয়ের কোনও রকমে টিকে থাকার লড়াই উভয় দলের। সেই অনুযায়ী গত শনিবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব এফসি।

যারফলে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে থেকে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। এদিন পাঞ্জাব এফসির হয়ে গোল করেন যথাক্রমে আজমির সুলজিক, ফিলিপ মিজলজ্যাক, এবং লুকা মাজসেন। অন্যদিকে, বেঙ্গালুরু এফসির হয়ে গোল করেন এডগার মেন্ডেজ এবং রাহুল ভেকে। একটা সময় লিগ শিল্ড জয়ের দৌড়ে বেঙ্গালুরু এফসি অন্যতম দাবিদার মেরিনার্সরা উঠে আসলেও বর্তমানে তাঁদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।

   

Also Read | মহামেডানের বিপক্ষে সহজ জয়, জোড়া গোল শুভাশিস ও মনবীরের

তবে এদিন শুরুটা খুব একটা খারাপ ছিল না জারাগোজার ছেলেদের। অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম থেকেই তাঁদের আক্রমণাত্মক পারফরম্যান্স যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। তবে গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না সুনীল ছেত্রীদের কাছে। কিন্তু সুযোগ বুঝেই ম্যাচের ৪৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলরক্ষককে নাস্তানাবুদ করে গোল করে যান এডগার মেন্ডেজ। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ বজায় রাখা সম্ভব হয়নি। কিছু সময়ের মধ্যেই পেনাল্টি থেকে গোল তুলে নেন আজমির সুলজিক। সমতায় ফেরার পর থেকেই যথেষ্ট ভয়ঙ্কর হয়ে ওঠে পাঞ্জাব এফসি‌।

৭৯ মিনিটের মাথায় মিজল জ্যাকের গোলে এগিয়ে যায় ডিলমপেরিসের ছেলেরা। তবে সহজে হাল ছাড়তে রাজি ছিল না আইএসএল জয়ী বেঙ্গালুরু দল। আক্রমণের গতি বাড়িয়ে ম্যাচের অতিরিক্ত সময়ের শুরুতেই দলকে সমতায় ফেরান রাহুল ভেকে। তারপর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণে ওঠাতেই দেখা দেয় বিপত্তি। সুযোগ বুঝে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলের সুনিশ্চিত করেন লুকা মাজসেন। যারফলে আরও জমজমাট হয়ে উঠলো আইএসএল। হিসাব অনুযায়ী দেখলে বেঙ্গালুরু এফসির থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও সুপার সিক্সে যাওয়ার দাবিদার হিসেবে থেকে গেল পাঞ্জাব।