মেঘালয়ের তরুণ ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে গোয়া

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি এফসি গোয়ার (FC Goa)। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে অভিযান শুরু করেছিল মানোলো মার্কুয়েজের…

Ronney Willson Kharbudon

short-samachar

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি এফসি গোয়ার (FC Goa)। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে অভিযান শুরু করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এই শক্তিশালী ফুটবল ক্লাব। যারফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে অনায়াসেই লিগ টেবিলের অনেকটা উপরের দিকে উঠে আসে এফসি গোয়া। উল্লেখ্য, চলতি আইএসএল মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে আর্মান্দো সাদিকুরা।

   

এমনকি গত ডিসেম্বরের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করার পর জয় দিয়েই নতুন বছর শুরু করেছে গোয়া শিবির। বছরের প্রথম ম্যাচেই জয় এসেছে শক্তিশালী ওডিশা এফসি‌র বিপক্ষে। তারপর হায়দরাবাদ এবং নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে আটকে যেতে হলেও অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলকে। তারপর সেই ধারা বজায় রেখেই চেন্নাইয়িন বধ। সেই সুবাদে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জয় গুপ্তারা। যারফলে এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী সমর্থকরা।

তবে এক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেইমতো একাধিক তরুণ ফুটবলারদের দিকে নজর ছিল সকলের। গত কয়েকদিনে যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল রনি উইলসনের নাম। হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত শিলং লাজং এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন মেঘালয়ের এই ফুটবলার। এই বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে তাঁকে দলে টানতে চলেছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া।

বলাবাহুল্য, এই আই লিগের শুরু থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছেন রনি। দলের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন পাঁচটিরও বেশি ম্যাচ। স্বাভাবিকভাবেই তাঁর প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছিল আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে এবার অনেকটাই এগিয়ে আইএসএলের এই দল।